× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে ১০ পরিবারের ঘরবাড়ি ছাই

বাংলারজমিন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২১, বুধবার

নীলফামারীর ডোমার উপজেলায় অটোরিকশা চার্জ দেয়ার সময় ব্যাটারি বিস্ফোরণে ১০টি পরিবারের ঘরবাড়িসহ সবকিছু পুড়ে গেছে। এতে ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গতকাল ভোরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান জানান, উপজেলার হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া জামাতপাড়া গ্রামের সামিউল ইসলাম নিজ বাড়িতে ব্যাটারিচালিত অটোতে চার্জ সংযোগ দিয়ে রেখেছিলেন। ভোর ৫টার দিকে হঠাৎ বিকট শব্দে চার্জের সংযোগ দেয়া ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে সামিউলের বাড়িসহ প্রতিবেশীদের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রতিবেশী শাহাজাহান ইসলাম, রশিদা বেগম, আব্দুর রহমান, মহসীন আলী, ইয়াকুব আলী, আহসান আলী, মাবিয়া বেগম, আব্দুল মান্নান ও মোনাব্বির হোসেনসহ ১০টি পরিবারের ১৫টি ঘর, নগদ টাকা, গবাদি পশু, ধান, চালসহ একটি অটোরিকশা পুড়ে যায়। বর্তমানে তারা খোলা আকাশের নিচে বসবাস করছেন।
ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে তাদের ১০ লক্ষাধিক টাকার বেশি ক্ষতি হয়েছে। ডোমার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইয়েদ মো. ইমরান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলি। প্রাথমিকভাবে ধারণা করছি আনুমানিক প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। আগুনে ক্ষতিগস্ত ১০টি পরিবারকে স্থানীয় আওয়ামী লীগ নেতা রাসেল রানা পরিবার প্রতি এক হাজার টাকা ও শুকনা খাবারের সহায়তা করেন। বন্ধু ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন শাড়ি, লুঙ্গি ও শুকনা খাবার বিতরণ করে।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর