× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

‘বাজে সময় পেছনে ফেলে এসেছি’, কোর্টে ফেরার প্রত্যয়ে ফেদেরার

খেলা

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২১, বুধবার

হাঁটুর চোটের কারণে ২০২০ এবং ২০২১ সালের অধিকাংশ সময়ই কোর্টের বাইরে ছিলেন রজার ফেদেরার। দু’বছরে লন টেনিসে বলার মতো কোনো সাফল্যও নেই কিংবদন্তি এই খেলোয়াড়ের। হাঁটুর চোট অস্ত্রোপচার করার পরে আপাতত রিহ্যাবে মনোযোগী ফেদেরার। তবে দুঃসময় পেছনে ফেলে এসেছেন। জানালেন শিগগিরই নতুন উদ্যমে ফিরবেন ২০ গ্র্যান্ড স্লামের মালিক।
বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বর্তমানে নয় নম্বরে থাকা ফেদেরারের ডান হাঁটুতে গতবছর দু’বার অস্ত্রোপচার করা হয়েছে। কোর্টের বাইরে ছিলেন বছরের পুরোটাই। ফেরেন গত মার্চে দোহা ওপেন দিয়ে।
এরপর উইম্বলডেনর কোয়ার্টার ফাইনালে হুবের্ত হুরকাজের বিপক্ষে হারের পর জানিয়েছিলেন, উইম্বলডন খেলার ব্যাপারে অনিশ্চিয়তার কথা।
তার কিছুদিন পর তিনি টোকিও অলিম্পিক থেকে তুলে নেন নাম। এরপর হাঁটুতে তৃতীয় দফা অস্ত্রোপচারের কথা জানান ৪০ বছর বয়সী সুইস টেনিস মহাতারকা।
২০২২ সালেই কোর্টে পুরনো ছন্দে ফেরার অঙ্গীকার করেন ফেদেরার। ভবিষ্যত নিয়ে আশাবাদ ব্যক্ত করে ফেদেরার বলেন, ‘আমি খুব ভালোভাবে সেরে উঠছি। পুনর্বাসন ধাপে ধাপে এগিয়ে চলছে। চোটের খারাপ সময়টা কেটে গিয়েছে। আমি এখন সামনের দিকেই তাকাতে চাই। আমার চলার পথে যা আসবে তাকে সাদরে গ্রহণ করতে চাই। চোটের পর যখন আপনি ফিরে আসেন তখন প্রতিটা দিন আপনার উন্নতি ঘটে। আমিও এই পর্যায়ের মধ্যে দিয়ে গেছি।’
আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে লেভার কাপ। আসরটির নিয়মিত মুখ ফেদেরার চোটের কারণে খেলতে পারবেন না এবার। তবে খুব শিগগিরই কোর্টে ফেরার প্রতিশ্রুতি দিয়ে ফেদেরার বলেন, ‘এটা (লেভারকাপে খেলতে না পারা) খুব কষ্ট দিচ্ছে। আমি যে প্রতিযোগিতাগুলোতে খেলতে মুখিয়ে থাকি তার মধ্যে এটি অন্যতম।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর