× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবি

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৭ সেপ্টেম্বর ২০২১, সোমবার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে পাকুন্দিয়া পৌর সদর ঈদগাহ মাঠে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ সমর্থিত নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপন। উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ জুয়েল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, নারান্দী ইউপি চেয়ারম্যান সাবেক ভিপি শফিকুল ইসলাম শফিক, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, সাবেক ভিপি আব্দুল হাকিম, উপজেলা যুবলীগের আহবায়ক সাবেক ভিপি হেলাল উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী খালেদা আক্তার, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নাজমুল হক দেওয়ান প্রমুখ বক্তব্য রাখেন। প্রতিবাদ সমাবেশ থেকে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৪ঠা অক্টোবরের মধ্যে বাতিলের আল্টিমেটাম দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৯ই সেপ্টেম্বর কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিনকে আহ্বায়ক করে ৬৭ সদস্যবিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় জেলা আওয়ামী লীগ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর