× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বকাপ দলের করোনা পরীক্ষা ২রা অক্টোবর

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার

৩রা অক্টোবর রাতে  টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্ততি ক্যাম্পে যোগ দিতে ওমান যাচ্ছে বাংলাদেশ দল। আগের দিন কঠোর  হোম কোয়ারেন্টিনে প্রবেশ করবে মাহামুদুল্লাহ রিয়াদ বাহিনী। এছাড়াও মাস্কাট পৌঁছে অনুশীলনে নামার আগে এক দিন  হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে আইসিসির শর্ত অনুসারে সুপার-১২ এর লড়াইয়ে মাঠে নামার আগে দুবাইয়ে ৬ দিনের কোয়ারেন্টিন করতে হবে। তবে যদি কোনো দল আগে থেকেই বায়ো বাবলে থাকে আর যাতায়াতে চার্টাড বিমান ব্যবহার করে তাহলে সেটির আর প্রয়োজন হবে না। আর বাংলাদেশের জন্য বিপত্তি সেখানেই। ২১শে অক্টোবর বাছাই পর্ব শেষ করে দুবাইয়ে  গিয়ে টাইগারদের ৬ দিন কোয়ারেন্টিন করতে হলে অনুশীলনের সুযোগ থাকবে না। শুধু তাই নয়, ২৫ তারিখ প্রথম ম্যাচেও মাঠে নামা হবে না।
সেই ক্ষেত্রে ওমান থেকে বায়ো বাবলে থেকে টাইগারদের নিজস্ব ভাড়া করা বিমানেই যেতে হবে দুবাইয়ে। যার ব্যয় বহন করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। আর তাই বিসিবি চাইছে এই ছয় দিনের কোয়ারেন্টিন শিথিল করুক আইসিসি। যে কারণে ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার সঙ্গে আলোচনা চলে। আর এ নিয়ে বৃহিস্পতিবার মিটিংও হবে বলে জানা গেছে। এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী দৈনিক মানবজমিনকে বলেন, ‘বিশ্বকাপ দলের করোনা টেস্ট হবে ২ অক্টোবর। তার একদিন পর রাতেই তারা ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়বে। সেখানে ২৪ ঘন্টা কোয়ারেন্টিন  শেষে অনুশীলন শুরু করবে।’
অন্যদিকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ৬ দিন কোয়ারেন্টিনের যে শর্ত বেঁধে দিয়েছে তা নিয়ে আলোচনা চলছে বলে জানান দেবাশিষ চৌধুরী। জানা গেছে বৃহস্পতিবার সেই সমস্যার সমাধান হতে পারে আইসিসির সঙ্গে বিসিবির চুড়ান্ত আলোচনার পর। বিসিবির প্রধান চিকিৎসক বলেন, ‘আইসিসির নিয়ম অনুসারে দুবাইয়ে মূল পর্বের আগে ৬ দিন কোয়ারেন্টিন করতে হবে। তবে সেটি হলে আমাদের জন্য প্রস্তুতি নেয়ার সময় পাওয়া যাবে না। এমনকি ১৫ই অক্টোবর বাংলাদেশ দলের সুপার-১২ তে প্রথম ম্যাচ খেলার কথা সেটিও কঠিন হয়ে যাবে। আর সেই কারণেই আমাদের আলোচনা চলছে বিসিবির সঙ্গে।  বৃহস্পতিবার দুই পক্ষের আলোচনা শেষ হলেই বলা যাবে যে তারা এই ছয় দিনের কোয়ারেন্টিন শিথিল করবে কিনা।’
জানা গেছে সবকিছু ঠিক থাকলে ৫ই অক্টোবর থেকে ওমানে বিশ্বকাপের প্রস্ততি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজ খরচেই চলবে এই ক্যাম্প। সেখান থেকে ক্যাম্প শেষ করে দুবাইয়ে ১২ ও ১৪ই অক্টোবর আইসিসি নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। এরপর ১৫ই অক্টোবর ফের ওমান এসে বাছাই পর্বে মাঠে নামতে অনুশীলন করবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। এর দুদিন পর ১৭ তারিখ মাস্কাটের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে বাছাই পর্বের প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। এরপর একই ভেন্যুতে ১৯ তারিখ ওমান ও সবশেষ ২১ অক্টোবর নামিবিয়ার মুখোমুখি হবে টাইগাররা। ওমান থেকে বাছাই পর্বের গন্ডি পার হলে পার হতে পারলে মাহমুদুল্লাহ রিয়াদের দল আসবে দুবাইয়ে। যদি কোয়ারেন্টিন শিথ হয় তাহলে অনুশীলন করার সুযোগ পাবে। এবং ২৫ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে শারজাতে খেলবে সুপার-১২ তে নিজেদের প্রথম ম্যাচ। এ বিষয়ে দোবশিষ চৌধুরী বলেন, ‘আমরাতো আশা করছি কোয়ারেন্টিন থাকতে হবেনা। তবে সব কিছুই নির্ভর করছে আলোচনার উপর। আইসিসি অনুমোদন আর গাইড লাইন দিলে  সেই ভাবেই সব কিছু করতে পারবো।’  তবে শেষ পর্যন্ত আইসিসি অনঢ় থাকলে বিকল্প ব্যবস্থাও ভেবে রেখেছে বিসিবি। জানা গেছে তখন ওমানেই বাছাই পর্ব চলাকালে বায়ো বাবল করতে টাইগাররা। সেখান থেকে সড়ক বা আকাশ পথে নিজেস্ব ভাড়া করা পরিবহন ব্যবহার করে দুবাইয়ে  হোটেলে বায়ো বাবলে যোগ দিবেন। সেটি করলে আর  কোয়ারেন্টিনে থাকতে হবেনা বলেই জানা গেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর