× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আর্জেন্টিনার স্কোয়াডে ইপিএলের ৩ খেলোয়াড়, সুযোগ পেয়েছেন চোটাগ্রস্ত দিবালাও

খেলা

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার

অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাইপর্বের তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ইতিমধ্যেই ৩০ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। বাছাইপর্বের গত তিন ম্যাচের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। চোট পেলেও দলে জায়গা পেয়েছেন জুভেন্টাস তারকা পাওলো দিবালা। এছাড়া দলে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের তিন খেলোয়াড়।
ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ের পর জুভেন্টাসের মূল পরিকল্পনা দিবালাকে ঘিরেই। লম্বা ইনজুরি কাটিয়ে দারুণভাবে মৌসুমের শুরুটা করেন দিবালা। সব প্রতিযোগিতায় জুভেন্টাসের জার্সিতে করেছেন ৬ গোল। অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের বাহুতে।
শেষ ম্যাচে সাম্পদোরিয়ার বিপক্ষেও পেয়েছেন গোল। যদিও মিনিট দশেক পরেই আবার ইনজুরির কারণেই মাঠ ছাড়তে হয় তাকে। আন্তর্জাতিক বিরতির আগে ক্লাবের হয়ে আর খেলতে পারবেন না দিবালা। তবুও সুস্থ হয়ে যাওয়ার আশায় তাকে দলে নিয়েছেন কোচ স্কালোনি।
অস্ত্রোপচারের পর দলে ফিরেছেন মন্টেরির গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা, জায়গা পেয়েছেন বায়ার লেভারকুসেনের ফরোয়ার্ড লুকাস আলারিও-ও।
চলতি মাসে ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকো ম্যাচটি স্থগিত হওয়ার কারণ ছিল ইংলিশ প্রিমিয়ার লীগের চার ফুটবলার এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো সেলসো ও ক্রিস্টিয়ান রোমেরোকে দলে রাখা। বুয়েন্দিয়া ছাড়া বাকিরা দলে রয়েছে এবারও।
ব্রাজিল ম্যাচের পর আরও ঝামেলা সইতে হয়েছে ইপিএলের এই চার খেলোয়াড়কে। কঠোর করোনাভাইরাস নীতির কারণে আর্জেন্টিনা থেকে সরাসরি ইংল্যান্ড ফিরতে পারেননি তারা। প্রথমে ক্রোয়েশিয়ায় গিয়ে সেখানে কিছুদিন অবস্থান করে ইংল্যান্ডে ফিরতে হয়েছে।
ইংল্যান্ডের সে কঠোর নিয়ম শিথিল হয়নি এখনো। এদিকে প্রিমিয়ার লীগের ক্লাবগুলোও জানায়নি তারা লাতিন আমেরিকার খেলোয়াড়দের ছাড়বে কি না!

আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট) এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুস্সো (আটলান্টা), এস্তেবান আন্দ্রাদা (মন্টেরি)।
ডিফেন্ডার: গনজালো মন্টিয়েল (সেভিয়া), নাহুয়েল মোলিনা (উদিনেস), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), লুকাস মার্টিনেজ কুওয়ার্তা (ফিওরেন্টিনা), জারমান পেজ্জেল্লা (রিয়াল বেতিস), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স), নিকোলাস তালিয়াফিকো (আয়াক্স)।
মিডফিল্ডার: মার্কোস আকুনা (সেভিয়া), লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গুইদো রদ্রিগেস (রিয়াল বেতিস), নিকোলাস ডমিঙ্গেজ (বোলোনিয়া), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এজেকুয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), আলেজান্দ্রো গোমেজ (সেভিয়া), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (পিএসজি), নিকোলাস গঞ্জালেস (ফিওরেন্তিনা), হোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), লুকাস আলারিও (বায়ার লেভারকুসেন), পাওলো দিবালা (জুভেন্টাস), হুলিয়ান আলভারেস (রিভার প্লেট)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর