ফেসবুক ডায়েরি

চিন্তার পরাধীনতা এবং ভয়ের সংস্কৃতিতে বিশ্ববিদ্যালয় গড়ে উঠে না

মোহাম্মদ মজিবুর রহমান

২০২১-১০-০৭

কেবল টাকা থাকলেই যদি সেরা বিশ্ববিদ্যালয় বানানো যেতো তাহলে অক্সফোর্ড, ক্যাম্ব্রিজ, হার্ভার্ড কিংবা প্রিন্সটন বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে না হয়ে সৌদি আরব ও কুয়েতে থাকতো!

চিন্তার পরাধীনতা এবং ভয়ের সংস্কৃতিতে বিশ্ববিদ্যালয় গড়ে উঠে না। সত্যিকারের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পর্যাপ্ত অর্থ বরাদ্দের সাথে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং সামাজিক, সাংস্কৃতিক ও গণতান্ত্রিক মূল্যবোধ। দরকার স্বাধীন ও মুক্তবুদ্ধি চর্চার পরিবেশ।

এবং মনে রাখা দরকার, বিশ্বের কোন দেশই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে অবহেলিত রেখে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারেনি।

লেখকঃ সহযোগী অধ্যাপক,
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লেখাটি ফেসবুক থেকে নেয়া।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status