× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা      /নবমী নিশিতে জনবিস্ফোরণ কলকাতায়, কোভিড সংক্রমণ সর্বোচ্চ বাড়লো

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা  
(২ বছর আগে) অক্টোবর ১৫, ২০২১, শুক্রবার, ৮:৫৬ পূর্বাহ্ন

নবমী নিশিগো যেন পোহাইও না - এই আর্তি বুকে নিয়ে যেন কলকাতা মহানবমীর রাতে পথে নেমে এসেছিলো। মণ্ডপে মণ্ডপে জনপ্লাবন। পুজোর শেষদিন বলে মণ্ডপ দর্শনের তাগিদ। দক্ষিণের একডালিয়া এভারগ্রিন, ত্রিধারা, বাদামতলা, ছেষট্টি পল্লী, শীতলামন্দির, যোধপুর পার্ক, নতুন দলে যেমন জনবিস্ফোরণ, ঠিক  তেমনই উত্তরের হাতিবাগান, কাশি বোস লেন, জগৎ মুখার্জি পার্ক, কলেজ স্কয়ারে। কোথায় সামাজিক দূরত্ববিধি, কোথায় মাস্ক? পুলিশ হিমশিম খেয়েছে রাতভর। উত্তরে শ্রীভূমির বুর্জ খলিফা মণ্ডপ বন্ধ করে দেয়া হয়েছে। রেল বৃহস্পতিবার বিকেল চারটে থেকে শুক্রবার ভোর চারটে পর্যন্ত কোনও ট্রেন এর স্টপেজ দেয়নি বিধাননগর স্টেশনে। এই স্টেশনে নেমেই বুর্জ খলিফা মণ্ডপে যেতে হয়।
কিন্তু, তবু এই যৌবন জলতরঙ্গ রোধিবে কে? অন্য মণ্ডপগুলিতে ভিড় উপচে পড়েছে। রেস্তোরাঁর সামনে রাত দুটো পর্যন্ত ওয়ারিং-এর লাইন। উৎসবের মরশুমে কোভিড ছড়িয়ে পড়ছে। পজিটিভিটি রেটের দিকে চোখ ফেললেই বুঝতে অসুবিধা হবে না কোভিড গ্রাফ কীভাবে উর্ধমুখী হচ্ছে। এগারো অক্টোবর সংক্রমণের হার ছিল  ২.৩২। বারো অক্টোবর তা বেড়ে হয় ২.৫৬। তেরো অক্টোবর শতাংশের হিসেবে তা দাঁড়ায় ২.৭৪ এ। আর মহানবমীর রাতে তা হয় ২.৯২। বিশেষজ্ঞদের আশঙ্কা অক্টোবরের শেষ সপ্তাহে কোভিড মারাত্মক আকার ধারণ করবে। নবমীতে বঙ্গে মোট পাঁচশো তিরিশ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে দশ জনের। কলকাতায় সংক্রমিত হয়েছেন একশো দুজন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর