× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

আপ্লুত জয়া

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৬ অক্টোবর ২০২১, শনিবার

জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান। কেবল দেশে নয়, ভারতেও তিনি ফিল্মফেয়ারের মতো পুরস্কার অর্জন করেছেন। এবার মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বিদেশি ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে অভিনয়ে সেরার পুরস্কার পেয়েছেন তিনি। যদিও কয়েক মাস আগে পুরস্কারটির জন্য তার নাম ঘোষণা করা হয়েছিল। গত বৃহস্পতিবার জানালেন তার পুরস্কার হাতে পাওয়ার খবর। আন্তর্জাতিক অঙ্গন থেকে বড় একটি পুরস্কার পেয়ে ভীষণ আপ্লুত জয়া আহসান। তিনি বলেন, মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফরেন ফিল্ম ক্যাটাগরিতে অভিনয়ে সেরার পুরস্কারটি মাস কয়েক আগেই ঘোষিত হয়েছিল। পুরস্কারটি এসেছিল বাংলাদেশে।
ভারত উপমহাদেশের বাইরে কোনো আন্তর্জাতিক স্তর থেকে এটাই নাকি প্রথম কোনো পুরস্কার বাংলাদেশে এসেছিল। ভারতীয় বাংলা চলচ্চিত্র ‘রবিবার’-এ অভিনয়ের জন্য তিনি এ পুরস্কারটি পান। এই অভিনেত্রীর ভাষ্যে, আমার সামান্য আনন্দ এটুকুই যে পুরস্কারটা এসেছিল ‘রবিবার’ ছবিতে আমার অভিনয়ের সূত্র ধরে। এতদিনে সে পুরস্কারের মেমেন্টটা হাতে এলো। অসম্ভব বিনীত বোধ করছি আমি। আর এক বড় দায়িত্বের তৃষ্ণা। সিনেমার সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি জয়া। বলেলেন, ছবির পরিচালক অতনু ঘোষের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। অভিনেতা-অভিনেত্রী
আর কলাকুশলীদের আকাশ সমান ভালোবাসা। সম্প্র্রতি বাংলাদেশে জয়া অভিনীত ‘অলাতচক্র’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এ ছাড়া, কলকাতায় মুক্তি পেয়েছে ‘বিনিসুতোয়’। বর্তমানে কলকাতাতেই দারুণ সময় কাটছে জয়া আহসানের। সেখানে নতুন সিনেমা ‘ওসিডির’ ডাবিং শেষ করেছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর