বিনোদন

শুটিংয়ে ফিরলেন পরীমনি

স্টাফ রিপোর্টার

২০২১-১০-১৬

অবশেষে ঝড়, ঝাঁপটা, নানা বাধা-বিপত্তি পার হয়ে শুটিংয়ে ফিরলেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি। মাদক মামলায় জামিন পাওয়ার পর প্রথম শুটিংয়ে অংশ নিলেন তিনি। গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের কালীমন্দির বটতলায় গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’- সিনেমার শুটিং করেছেন এই নায়িকা। তবে আগের মতো সাধারণভাবে শুটিং স্পটে যেতে পারেননি। পরীমনি আসবেন শুনেই উৎসুক জনতার ঢল নামে কালীমন্দির বটতলায়। তাই নায়িকা একটু কৌশল অবলম্বন করলেন। কেউ যাতে চিনতে না পারে সেজন্য বোরকা পরে শুটিং স্পটে যান। লাইট-ক্যামেরা-অ্যাকশন শব্দ শুনে পরীমনি যে ভীষণ উচ্ছ্বসিত তা আর বলার অপেক্ষা রাখে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্টও দিয়েছেন এ নিয়ে। ‘গুনিন’- সিনেমার পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের একটি ছবি দিয়ে এ নায়িকা সেখানে লেখেন, ওস্তাদজী গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’র আখড়া থেকে। দিস পিওর ক্যানডিড ক্লিক বাই পরী। ‘গুনিন’ সিনেমায় পরীমনির বিপরীতে আছেন শরিফুল রাজ। এ ছাড়াও অভিনয় করছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালামসহ অনেকে। এ ছবিতে অভিনয় বিষয়ে পরী বলেন,  গিয়াসউদ্দিন সেলিম ভাইকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। সবাই জানেন। শুটিং শুরু হলো ছবিটির। এতটুকু বলবো খুব ভালো কিছু হতে চলেছে। এদিকে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পরীমনির কোনো শিডিউল ফাঁকা নেই। একের পর এক ধারাবাহিকভাবে শুটিং করে যাবেন। পরীমনির হাতে থাকা ছবির তালিকায় আছে সঞ্জয় সমাদ্দারের ‘বায়োপিক’, রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ ও অরণ্য আনোয়ারের ‘মা’। উল্লেখ্য, গেল রোববার মাদক মামলায় স্থায়ী জামিন পান পরীমনি। এর আগে এই নায়িকাকে মাদক মামলায় ৩ দফায় ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়। গত ৩১শে আগস্ট ঢাকার আরেকটি আদালত মামলায় পরীমনিকে অন্তর্র্বর্তীকালীন জামিন দেয়। গ্রেপ্তারের ৪ সপ্তাহ পর ১লা সেপ্টেম্বর জামিনে কারাগার থেকে মুক্তি পান তিনি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status