× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পেকুয়ায় সংরক্ষিত বনে উত্তোলিত ৫০ হাজার ঘনফুট বালু জব্দ

বাংলারজমিন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, শনিবার

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ১নং ওয়ার্ডের জুমপাড়ার অদূরে সরকারি সংরক্ষিত বনাঞ্চলের নকশা খোলা, লামার ঢুইল্যার ঝিরি, জোঁকখোলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক। এ সময় টইটং বিট কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। গতকাল সকাল ১০টার দিকে রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, বিটের সংরক্ষিত বনের ভেতর গত মৌসুমে অবৈধভাবে উত্তোলিত বালুর মজুত জব্দ করা হয়। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনকারী, পাহাড় কাটা সিন্ডিকেট, ইটভাটা ও করাতকল পরিচালনাকারীদের বিরুদ্ধে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করা হবে।’।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর