× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আন্তর্জাতিক ভেন্টস ম্যাগাজিনে সাব্বির নাসিরের 'ড্রাউনিং’

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৬ অক্টোবর ২০২১, শনিবার

বাংলাদেশের সুপরিচিত গায়ক সাব্বির নাসির সম্প্রতি তার ‘আধা’ গানের জন্য জিতেছেন ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’ শীর্ষক পুরস্কার। আর গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) নতুন আরেকটি ইংরেজী গান প্রকাশ হলো তার । গানের শিরোনাম 'ড্রাউনিং’ । আর এই গান বিশ্বের অন্যতম আন্তর্জাতিক ভেন্টস ম্যাগাজিন প্রকাশ করেছে। তারা এ গানটিকে ঘিরে একটি ফিচারও প্রকাশ করেছে। বিশেষ এই প্রাপ্তি এবং নতুন গান 'ড্রাউনিং' নিয়ে সাব্বির নাসির বলেন, ভেন্টস বিশ্বের সেরা দশটি মিউজিক ম্যাগাজিনের একটি। সেখানে আমার নতুন গান 'ড্রাউনিং’ নিয়ে ফিচার এবং গানটির প্রকাশ সত্যিই আমার জন্য বিশেষ পাওয়া । এ গানের মিউজিক ভিডিওতে মানবপাচার, শিশুদের দিয়ে দেহ ব্যবসাসহ পৃথিবীর বুকে অর্থাৎ মাটি ও পানিতে ঘটে যাওয়া সকল অপকর্ম বন্ধ করার জন্য বলা হয়েছে।
সীমান্ত তীরবর্তী এলাকার কথাও তুলে ধরা হয়েছে। বড় বড় সমুদ্রতে জলদস্যুদের জাহাজ অপকর্মের ভার বহন করে নিয়ে যায়, এই নারকীয় অপরাধের ভারে আমরা যেন প্রতিনিয়ত ডুবে যাই।
এই গান একটা ডাক, এটা এক প্রতিবাদের, বিপ্লবের সুর । আশা করি, গানের কথা, সুর, গায়কি এবং গানের ভিডিও সকলের পছন্দ হবে।

সাব্বির নাসিরের নতুন গান 'ড্রাউনিং' ফিচারিং করেছে এপিরাস। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর