× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ইন্দোনেশিয়ায় ৪.৮ মাত্রার ভূমিকম্প, নিহত ৩

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) অক্টোবর ১৬, ২০২১, শনিবার, ৭:১১ অপরাহ্ন

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ৪.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার সকালে আঘাত হানা ওই ভূমিকম্পে দ্বীপটির একাধিক ভবন ভেঙ্গে পড়ে। ভবনের নিচে এখনও মানুষ চাপা পড়ে আছে বলে জানা গেছে। এছাড়া সেখানকার রাস্তাঘাটও ক্ষতিগ্রস্থ হয়েছে। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে বলা হয়, ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতি হয়েছে কারাঙ্গাসেম এবং বাংলি এলাকায়। বর্তমানে এসব এলাকায় উদ্ধার অভিযান চলছে।
কারাঙ্গাসেমে ৭ জন গুরুতর আহত হয়েছেন আর একজন মারা গেছেন। বাংলিতে প্রাণ হারিয়েছেন দু’জন। সেখানে ভূমিকম্পের কারণে ভূমিধসও হয়েছে। আফটার শক আসতে পারে বলে সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর