শিক্ষাঙ্গন

থাক‌ছে না বি‌শেষ বিবেচনায় মাস্টা‌র্সে ভ‌র্তি

অ‌ক্টোব‌রে শুরু হচ্ছে সাত ক‌লে‌জের সশরী‌রে ক্লাস

বাঙলা কলেজ সংবাদদাতা

২০২১-১০-১৭

অ‌ক্টোব‌রের ম‌ধ্যে ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের অ‌ধিভূক্ত সরকা‌রি সাত ক‌লে‌জের অনার্স ও মাস্টা‌র্স শ্রে‌ণির শিক্ষার্থী‌দের সশরী‌রে ক্লাস শুরু হ‌বে ব‌লে জানান সাত ক‌লেজ সমন্বয়ক ও ঢাকা ক‌লে‌জের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

মানবজমিনকে দেয়া এক সাক্ষাতকারে ‌তি‌নি ব‌লেন, আমরা ইতোম‌ধ্যে একাদশ ও দ্বাদশ শ্রে‌ণির শিক্ষার্থী‌দের সশরীরে ক্লাস নেওয়া শুরু ক‌রেছি। তা‌দের জন্য হলও খু‌লে দেওয়া হ‌য়ে‌ছে। ‌শিগ‌গির অনার্স ও মাস্টা‌র্স শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হ‌বে এবং হ‌লে উঠা নি‌শ্চিত ক‌রে অ‌ক্টোব‌রের ম‌ধ্যে তা‌দের সশরী‌রে ক্লাস শুরু করা হ‌বে। তবে অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের জন্য হল খোলা এবং সশরী‌রের ক্লাস নেওয়ার বিষ‌য়ে সরকারি সিদ্ধান্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি অনুসরণ করা হবে বলেও জানান তিনি।

এছাড়াও ২০১৫-১৬ শিক্ষাব‌র্ষের শিক্ষার্থীরা বি‌শেষ বি‌বেচনায় মাস্টা‌র্সে ভ‌র্তি হ‌তে পার‌বে কিনা যা গতবছ‌রে ছি‌লো এমন প্র‌শ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, গতবছ‌রে এরকম স‌ু‌যোগ থাক‌লেও এ বছ‌রে আপাতত সে সু‌যোগ নাই। কারণ প্র‌তি বছ‌রে এরকম সু‌যোগ দি‌লে সেটা তো আর বি‌শেষ বি‌বেচনা থাক‌ে না। তখন নিয়ম‌িত হ‌য়ে যায়। তবুও সকল সিদ্ধান্ত ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের নিয়ম অনুযায়ী হ‌বে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status