কলকাতা কথকতা
কলকাতা কথকতা
বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে অবিলম্বে সিএএ চালু করুন, প্রধানমন্ত্রীকে চিঠি সাংসদের
বিশেষ সংবাদদাতা, কলকাতা
২০২১-১০-২০
বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রসঙ্গ টেনে ভারতে অবিলম্বে সিএএ অথবা নাগরিকত্ব সংশোধনী আইন প্রবর্তনের দাবি জানিয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। তিনি প্রধানমন্ত্রীকে লিখেছেন, বেআইনি ভাবে এদেশে বসবাসকারীদের চিহ্নিত করে তাদের দেশে ফেরাতে না পারলে এদেশেও হিংসা ছড়াতে পারে। তাই তাদের অবিলম্বে ফেরত পাঠানো উচিত। বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন এই ঘটনা বাংলাদেশে নতুন নয়। এর আগে রামকৃষ্ণ মিশন, চিন্ময় মঠ ও গৌড়ীয় মিশনের সন্ন্যাসীরা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন অত্যাচারে। হাসিনা সরকার তখন কড়া ব্যবস্থা নিয়েছিল জানিয়ে দিলীপ বাবু বলেন, এবারও উচিত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া।