× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেট মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির প্রথম সভা

এক্সক্লুসিভ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৩ অক্টোবর ২০২১, শনিবার

সিলেট মহানগর বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা গত বৃহস্পতিবার রাতে ভাতালিয়াস্থ কার্যালয়ে মহানগর আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি’র সদস্য সচিব মিফতাহ্‌ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ২৪শে অক্টোবর রোববার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মাজার প্রাঙ্গণে ২৭টি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য সভা থেকে আহ্বান জানানো হয়। সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ব্ধগতিতে এবং দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতির অবনতিতে চরম উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসাসেবা নিতে বারবার বাধাগ্রস্ত করে পরিকল্পিতভাবে ওনাকে অকেজো করে দেয়ার দূরভিসন্ধিমূলক কাজের ফল এ সরকারকে ভোগ করতে হবে। সভায় মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডকে গতিশীল করার লক্ষ্যে অল্প সময়ের মধ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় গুম হওয়া বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনছার আলীসহ সারা দেশে প্রায় ৬ শতাধিক গুম হওয়া নেতাকর্মীকে ফিরিয়ে দিতে সভা থেকে জোর দাবি জানানো হয়। মহানগর বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য নাসিম হোসাইনের মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে সভা শেষ হওয়ার পূর্বে আরও বক্তব্য রাখেন- মহানগর যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুর শামীম,  যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম আহ্বায়ক জিয়াউল গণি আরেফিন জিল্লুর, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম আহ্বায়ক ইমদাদ হোসেন চৌধুরী,  যুগ্ম-আহ্বায়ক বেগম রোকসানা বেগম শাহনাজ,  যুগ্ম আহ্বায়ক নজিবুর রহমান নজিব, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈনুদ্দিন সোহেল, যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ খসরু। সদস্যদের মধ্যে জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, আমির হোসেন, আতিকুর রহমান সাবু, মাহবু্‌ব কাদির শাহী, সৈয়দ তৌফিকুল হাদী, মুকুল আহমেদ মোর্শেদ, হুমায়ুন আহমদ মাসুক, আক্তার রশিদ চৌধুরী, শামীম মজুমদার, মতিউল বারী খোর্শেদ, আবুল কালাম, ডা. নাজমুল ইসলাম, সৈয়দ সাফেক মাহবুব প্রমুখ।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর