বাংলারজমিন
রংপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২০২১-১০-২৩
রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের ৩টি গ্রামে সংখ্যালঘু পরিবারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়িয়েছে উত্তরাঞ্চলের বৃহত্তর উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ। গতকাল সংস্থার নির্বাহী পরিচালক তপন কুমার কর্মকারের নির্দেশে রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুরে বেশি ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারকে ৩ লাখ ১০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী, আরডিআরএসের মাইক্রো এন্টারপ্রাইজের প্রধান রবীন চন্দ্র মণ্ডলসহ অন্যরা।