× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

বড়লেখায় এক ওয়ার্ডের ভোটকেন্দ্র অন্য ওয়ার্ডে

বাংলারজমিন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
২৩ অক্টোবর ২০২১, শনিবার

মৌলভীবাজারের বড়লেখার দাসেরবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রের অবস্থান ৪ নম্বর ওয়ার্ডের ভৌগোলিক সীমানায়। এতে দীর্ঘদিন ধরে সহস্রাধিক ভোটার স্থানীয় সরকার নির্বাচনে ভোগান্তির শিকার হচ্ছেন। এ ব্যাপারে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট ওয়ার্ডে ভোটকেন্দ্র স্থানান্তরের দাবিতে সম্প্রতি জেলা নির্বাচন কর্মকর্তার বরাবরে আবেদন করেছেন। জানা গেছে, প্রায় ২০ বছর আগে উপজেলার দাসেরবাজার ইউপির ৩টি ওয়ার্ডকে ৯টি ওয়ার্ডে রূপান্তরকালে পূর্ব-শংকরপুর (টলারকোনা) ও পূর্ব-লঘাটি গ্রাম দুটি ৬ নম্বর ওয়ার্ডের আওতায় চলে যায়। এ ওয়ার্ডের শেষপ্রান্তে পূর্ব-শংকরপুর বেসরকারি (বর্তমানে সরকারি) প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপিত হয়। দুই গ্রামের শেষপ্রান্তে দূরবর্তী স্থানে ভোটকেন্দ্র স্থাপিত হওয়ায় সহস্রাধিক ভোটার ভোট প্রদানে ভোগান্তির শিকার হন। এ ছাড়া পূর্ব-শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির অবস্থান ইউপির ৪ নম্বর ওয়ার্ডে অথচ সেখানেই ৬ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র। আসন্ন ইউপি নির্বাচনে ভোটারদের দুর্ভোগ লাঘবে পূর্ব-শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি ৬ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী দাসেরবাজার আদর্শ কলেজে স্থানান্তর জরুরি।
সরজমিন গেলে পূর্ব-লঘাটি গ্রামের ভুক্তভোগী ভোটার দিলীপ দাস, অনুপ দেব, মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাস দুখী, সিরাজ উদ্দিন, পূর্ব-শংকরপুর (টলারকোনা) গ্রামের ভোটার সুশিল মালাকার, আতাউর রহমান, মোস্তফা উদ্দিন প্রমুখ বলেন, ৬ নম্বর ওয়ার্ডের ভোটারের ভোট কেন্দ্র ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব-শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হওয়ায় ভোগান্তিতে পড়েছে সহস্রাধিক ভোটার। এই সেন্টারটি দুইটি গ্রামের একেবারে শেষপ্রান্তে। ভোটাররা ভোট দিতে ভোগান্তি পোহান। মহিলারা ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হন। ৬ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থানেই দাসেরবাজার আদর্শ কলেজের অবস্থান। পূর্ব-শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি কলেজে স্থানান্তর করলে সব ভোটারেরই সুবিধা হয়। উপজেলা নির্বাচন অফিসার এসএম সাদিকুর রহমান বলেন, দরখাস্তের পরিপ্রেক্ষিতে জেলা নির্বাচন অফিসার ও তিনি এ ভোটকেন্দ্র ও ভোটার এলাকা সরজমিন পরিদর্শন করেছেন। এলাকাবাসীর দরখাস্তের ব্যাপারে মন্তব্য জানতে গত বৃহস্পতিবার ইউএনও’র নিকট চিঠি পাঠিয়েছেন। নির্বাচন কমিশনের অনুমোদন পাওয়া গেলে ভোটকেন্দ্রটি স্থানান্তর করা হবে।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর