বাংলারজমিন

বড়লেখায় এক ওয়ার্ডের ভোটকেন্দ্র অন্য ওয়ার্ডে

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

২০২১-১০-২৩

মৌলভীবাজারের বড়লেখার দাসেরবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রের অবস্থান ৪ নম্বর ওয়ার্ডের ভৌগোলিক সীমানায়। এতে দীর্ঘদিন ধরে সহস্রাধিক ভোটার স্থানীয় সরকার নির্বাচনে ভোগান্তির শিকার হচ্ছেন। এ ব্যাপারে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট ওয়ার্ডে ভোটকেন্দ্র স্থানান্তরের দাবিতে সম্প্রতি জেলা নির্বাচন কর্মকর্তার বরাবরে আবেদন করেছেন। জানা গেছে, প্রায় ২০ বছর আগে উপজেলার দাসেরবাজার ইউপির ৩টি ওয়ার্ডকে ৯টি ওয়ার্ডে রূপান্তরকালে পূর্ব-শংকরপুর (টলারকোনা) ও পূর্ব-লঘাটি গ্রাম দুটি ৬ নম্বর ওয়ার্ডের আওতায় চলে যায়। এ ওয়ার্ডের শেষপ্রান্তে পূর্ব-শংকরপুর বেসরকারি (বর্তমানে সরকারি) প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপিত হয়। দুই গ্রামের শেষপ্রান্তে দূরবর্তী স্থানে ভোটকেন্দ্র স্থাপিত হওয়ায় সহস্রাধিক ভোটার ভোট প্রদানে ভোগান্তির শিকার হন। এ ছাড়া পূর্ব-শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির অবস্থান ইউপির ৪ নম্বর ওয়ার্ডে অথচ সেখানেই ৬ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র। আসন্ন ইউপি নির্বাচনে ভোটারদের দুর্ভোগ লাঘবে পূর্ব-শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি ৬ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী দাসেরবাজার আদর্শ কলেজে স্থানান্তর জরুরি। সরজমিন গেলে পূর্ব-লঘাটি গ্রামের ভুক্তভোগী ভোটার দিলীপ দাস, অনুপ দেব, মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাস দুখী, সিরাজ উদ্দিন, পূর্ব-শংকরপুর (টলারকোনা) গ্রামের ভোটার সুশিল মালাকার, আতাউর রহমান, মোস্তফা উদ্দিন প্রমুখ বলেন, ৬ নম্বর ওয়ার্ডের ভোটারের ভোট কেন্দ্র ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব-শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হওয়ায় ভোগান্তিতে পড়েছে সহস্রাধিক ভোটার। এই সেন্টারটি দুইটি গ্রামের একেবারে শেষপ্রান্তে। ভোটাররা ভোট দিতে ভোগান্তি পোহান। মহিলারা ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হন। ৬ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থানেই দাসেরবাজার আদর্শ কলেজের অবস্থান। পূর্ব-শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি কলেজে স্থানান্তর করলে সব ভোটারেরই সুবিধা হয়। উপজেলা নির্বাচন অফিসার এসএম সাদিকুর রহমান বলেন, দরখাস্তের পরিপ্রেক্ষিতে জেলা নির্বাচন অফিসার ও তিনি এ ভোটকেন্দ্র ও ভোটার এলাকা সরজমিন পরিদর্শন করেছেন। এলাকাবাসীর দরখাস্তের ব্যাপারে মন্তব্য জানতে গত বৃহস্পতিবার ইউএনও’র নিকট চিঠি পাঠিয়েছেন। নির্বাচন কমিশনের অনুমোদন পাওয়া গেলে ভোটকেন্দ্রটি স্থানান্তর করা হবে।  
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status