বাংলারজমিন

আবারো উন্নয়ন কর্মকাণ্ড পুরোদমে শুরু হবে রেলপথ মন্ত্রী

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

২০২১-১০-২৩

রেলপথ মন্ত্রী এডভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, করোনা পরিস্থিতি সুষ্ঠুভাবে মোকাবিলা করে দুর্ভোগ কাটিয়ে উঠেছি। এখন আবারো উন্নয়ন কর্মকাণ্ড পুরোদমে শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে সমন্বিত উন্নয়ন ব্যবস্থার মাধ্যমে ভারসাম্যপূর্ণ উন্নয়ন করে এলাকার উন্নয়ন সাধন করে নাগরিক সুবিধা বৃদ্ধি করে সোনার বাংলা গড়ে তোলা হবে। গতকাল বিকালে পঞ্চগড়ের বোদা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, অতীতে আমরা দরিদ্রতম দেশ হিসেবে পরিচিত ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করে দারিদ্র্যতা দূর করে দেশকে উন্নত দেশের কাতারে উপনিত হয়েছে। স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করে সরকারের অর্জনগুলো নষ্ট করার চেষ্টা করছে। তিনি কোনো ষড়যন্ত্রকে গুরুত্ব না দিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান। বোদা পৌর মেয়র এডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলাল উদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ, পঞ্চগড় জেলা প্রশাসক মো, জহুরুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী উপস্থিত ছিলেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status