× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

সেন্টমার্টিনে ৩২ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী আটক

বাংলারজমিন

টেকনাফ (কক্সবাজার) টেকনাফ
২৪ অক্টোবর ২০২১, রবিবার

টেকনাফের সেন্টমার্টিনে ৩২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক পাচারকারীর নাম মো. আমান উল্লাহ (৩২)। গতকাল ভোরে সেন্টমার্টিনের দক্ষিণপাড়া ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন খন্দকার মুনিফ তকি জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লে. এম তারেক আহমেদের নেতৃত্বে টেকনাফ থানার সেন্টমার্টিনের দক্ষিণপাড়া ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাত আনুমানিক দেড়টায় সেন্টমার্টিনের দক্ষিণ পাড়াঘাট সংলগ্ন এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে একটি ব্যাগসহ আটক করে। পরে ব্যাগটি তল্লাশি করে ৩২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর