বাংলারজমিন

সিলেটে সুজন ও সনাকের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২০২১-১০-২৪

কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফের অবমাননা এবং এর অভিযোগ এনে মন্দির ও প্রতীমা ভাঙচুরসহ অসাম্প্রদায়িকতার প্রতিবাদ, সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে  সুজন-সুশাসনের জন্য নাগরিক ও টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সনাক সিলেটের যৌথ আয়োজনে মানববন্ধনের কর্মসূচি আয়োজন করা হয়েছে। গতকাল বিকালে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুজন সিলেট জেলা কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক এডভোকেট শাহ্‌ সাহেদার পরিচালনায় শুরুতে ধারণাপত্র পাঠ করেন শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ও সুজন সদস্য তাহমিনা ইসলাম। মানববন্ধনে একাধিক দাবি উত্থাপন করেন নেতৃবৃন্দ। তা হলো- সাম্প্রদায়িক সহিংসতা অবিলম্বে বন্ধ  করো, সারা দেশের সহিংসতার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করো, দোষীদের চিহ্নিত করে বিচারিক প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি দাও, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলো, ধর্মনিরপেক্ষতার সঙ্গে সাংঘর্ষিক ‘রাষ্ট্রধর্ম’ সংবিধান থেকে বাদ দাও, রাজনীতিতে ধর্মের ব্যবহার ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করো, পরস্পরকে  দোষারোপের রাজনৈতিক সংস্কৃতি পরিহার করো। মানববন্ধনে উপস্থিত ছিলেন এডভোকেট সৈয়দা শিরীন আক্তার, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, ব্যারিস্টার আরশ আলী, সমিক শহিদ জাহান, সহিদ আহমদ খান, এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, কমরেড সিকন্দর আলী, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামির মাহমুদ, মিজানুর রহমান, সাংবাদিক ফয়সল আহমদ বাবলু, সাংবাদিক কাউসার চৌধুরী, ড. জহিরুল হক শাকিল, এডভোকেট মোহিত লাল ধর, সালেহ আহমদ, এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, কাশ্মীর রেজা, মোহাম্মদ তারেক মাহমুদ প্রমুখ।   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status