× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য: বাবর আজম

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, রবিবার

পাকিস্তান কি পারবে বিশ্বকাপে প্রথমবারের মতো হারাতে? ফলাফল পেতে অপেক্ষা করতে হবে আরো কয়েক ঘণ্টা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচটিই যে ফাইনালের আমেজ ছড়াচ্ছে তা বলা বাহুল্য। বাবর আজম-বিরাট কোহলিদের লড়াই দেখতে মুখিয়ে আছে গোটা ক্রিকেট বিশ্ব। পিসিবির তোড়জোড় দেখলেই পাকিস্তানের জয় ক্ষুধার তীব্রতা আঁচ করা যায়। ভারত-লজ্জা ভুলতে খেলোয়াড়দের জন্য বোনাসও ঘোষণা করেছে পিসিবি। আর ম্যাচের আগে বাবর আজমের কণ্ঠে শোনা গেলো আত্মবিশ্বাসের সুর। অতীত ভুলে আজকের ম্যাচে সাফল্য পাওয়ার প্রত্যাশা করছেন পাকিস্তান অধিনায়ক।
বিশ্বকাপে এখনো পর্যন্ত দুই দলের দেখায় সবগুলো ম্যাচই জিতেছে ভারত। এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছে ৫ বার, পাকিস্তান জয় পায়নি কোনোটিতেই।
এবারের ম্যাচের আগেও বেশ ভালো ফর্মে ভারত। ক্রিকেটবোদ্ধাদের মতে অতীত ইতিহাসই মাঠে এগিয়ে রাখবে বিরাট কোহলিদের। তবে অতীত ভুলে সামনে তাকানোর জন্য উদ্বুদ্ধ করেছেন বাবর আজম। ম্যাচপূর্ববর্তী সংবাদসম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘যা ঘটে গেছে তা আমাদের নাগালের বাইরে। ম্যাচের দিন আমরা আমাদের সামর্থ্য ও আত্মবিশ্বাস কাজে লাগাতে চাই যেনো আমরা একটা ভালো ফল পেতে পারি। রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য।’
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে দলের। সে প্রসঙ্গ টেনে বাবর আজম বলেন, ‘দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী ইমরান খান আমাদের সঙ্গে দেখা করেছিলেন এবং ১৯৯২ সালের বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা ভাগাভাগি করেছিলেন। ভারতের বিপক্ষে তিনি আমাদের আগ্রাসী ও ভয়হীন ক্রিকেট খেলতে বলেছেন।’
বাংলাদেশ সময় আজ রাত ৮টায় দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর