বাংলারজমিন

মাদক মামলায় নারীর যাবজ্জীবন

উত্তরাঞ্চল প্রতিনিধি

২০২১-১০-২৪

গাইবান্ধায় মাদক মামলায় শাহানাজ বেগম রুমি নামে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও অপর আসামি রুবেল মিয়াকে পাঁচ বছর কারাদন্ড দেয়া হয়েছে। সেই সাথে রুমিকে ৫০ হাজার ও রুবেলকে ৩ হাজার অর্থদন্ড করা হয়। আজ দুপুরে গাইবান্ধা জেলা দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

শাহানাজ বেগম রুমি জেলার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্জিবাড়ি গ্রামের ইলিয়াস মিয়ার স্ত্রী ও রুবেল মিয়া সদরের হাসেম বাজার গ্রামের মফিজল হকের ছেলে। ওই মামলার আরেক আসামি সদরের ফকিরপাড়ার হাফিজুল রহমানের ছেলে মাইদুলকে বে-কসুর খালাস দেয় আদালত। দন্ডপ্রাপ্ত উভয় আসামী দীর্ঘদিন থেকে পলাতক আছেন।
২০১৮ সালের এপ্রিল মাসে গাইবান্ধা শহর থেকে ৮০ গ্রাম হেরোইন ও ৪০০ পিস ইয়াবা সহ তাদের গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেয় আদালত।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status