× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সখীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলা, বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ

বাংলারজমিন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২১, সোমবার

টাঙ্গাইলের সখীপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা বাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দুলাল হোসেনের কর্মীর ওপর হামলা করায় এলাকাবাসী এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলে প্রায় সহস্রাধিক লোক অংশ নেয়। পরে এক সমাবেশে স্থানীয় আলহাজ আমীর আলীর সভাপতিত্বে জাপা নেতা কাজী আশরাফ সিদ্দিকী, উপজেলা ড্রাগ অ্যান্ড ক্যামিস্ট্রের সাবেক সভাপতি ডা. দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক ফরমান আলী, যুবলীগ নেতা সুজন আহম্মেদ, কামরুল হাসান হেলাল প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, গত শনিবার রাতে হামিদপুর বাজারে দুলাল হোসেনের নির্বাচনী অফিসড়উদ্বোধনের সময় নৌকা প্রার্থী তারিকুল ইসলাম বিদ্যুতের সমর্থকরা হামলা চালায়। হামলায় সাপিয়াচালা গ্রামের বারেক মিয়ার ছেলে আরিফুল ইসলাম আহত হয়। অতর্কিত এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে স্থানীয়রা এ কর্মসূচির আয়োজন করে।ড়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর