বাংলারজমিন

নেত্রকোনায় নৌকার প্রার্থীর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

২০২১-১০-২৫

নেত্রকোনার সদর উপজেলার মদনপুর ইউনিয়নের নৌকা মনোনীত প্রার্থী মো. মোস্তফা ই কাদের মারা গেছেন। রোববার বেলা ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। বার্ধক্যজনিত অসুস্থতার জন্য তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তিনি সদর উপজেলার নন্দীগ্রামের বাসিন্দা। মোস্তফা ই কাদের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান। মদনপুর ইউপি যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ফারাস দিলীপ বিকাল চারটায় এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন লাশ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে। তবে এখনো বাড়ি পৌছায়নি। জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল লতিফ শেখ বলেন, নৌকা মনোনীত প্রার্থী মোস্তফা ই কাদের মারা গেছেন, এমন খবর পেয়েছি। তবে অফিসিয়ালি কাগজপত্র এখনো পাইনি।
আগামী ১১ই নভেম্বর দ্বিতীয় ধাপে নেত্রকোনার আটপাড়া, সদর ও বারহাট্টা এ তিন উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রার্থিতা যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। চলছে নির্বাচনী প্রচার- প্রচারণা। সদর উপজেলার মদনপুর ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পেয়েছিলেন মো. মোস্তফা-ই কাদের।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status