বাংলারজমিন

কেরানীগঞ্জের ১১ ইউনিয়নে নৌকার মনোনয়ন পেলেন যারা-

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

২০২১-১০-২৫

আসন্ন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের পালে হাওয়া লেগেছে কেরানীগঞ্জে। চায়ের দোকান থেকে অফিস আদালত সব জায়গায় বইছে নির্বাচনী হাওয়া। চলছে প্রচার-প্রচারণা। ফলে উৎসবমুখর হয়ে উঠছে নির্বাচনী পরিবেশ। ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে কেরানীগঞ্জের ১১ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী। তৃণমূলের মতামতের ভিত্তিতে দলীয় হাইকমান্ড তাদেরকে যোগ্য প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। গতকাল আওয়ামী লীগের দলীয় কার্যালয় ধানমণ্ডিস্থ ৩/এ থেকে এ দলীয় তালিকা চূড়ান্ত করেছেন দলীয় হাই কমান্ড। জানা যায়, দেশব্যাপী চলমান ইউপি নির্বাচনের প্রক্রিয়ায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে কেরানীগঞ্জের ১১ ইউপি’র নির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হবে ২৮শে নভেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২রা নভেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই ৪ঠা নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১১ই নভেম্বর। দলীয় সূত্র ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা গেছে, কেরানীগঞ্জে ১১ ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা হচ্ছেন, জিনজিরা ইউনিয়নে হাজী মো. সালাহ উদ্দিন সামু, আগানগরে হাজী মো. জাহাঙ্গীর শাহ খুশি (বর্তমান চেয়ারম্যান), তেঘরিয়ায় হাজী মো.লাট মিয়া (বর্তমান চেয়ারম্যান), শুভাঢ্যায় হাজী মো. ইকবাল হোসেন (বর্তমান চেয়ারম্যান), কোন্ডায় মুহম্মদ সাইদুর রহমান ফারুক চৌধুরী (বর্তমান চেয়ারম্যান), কালিন্দীতে হাজী মো. ফজলুল হক (সাবেক চেয়ারম্যান), বাস্তায় আশকর আলী (বর্তমান চেয়ারম্যান), শাক্তা ইউনিয়নে হাবিবুর রহমান, রুহিতপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী (বর্তমান চেয়ারম্যান), কলাতিয়ায় তাহের আলী (বর্র্তমান চেয়ারম্যান) এবং হযরতপুরে আনোয়ার হোসেন আয়নাল (বর্তমান চেয়ারম্যান)।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status