× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ভুলটা তাহলে কোথায়?

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, সোমবার

শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল একাদশে পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের বদলে একাদশে সুযোগ দেয়া হয় বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। অন্যদিকে এক স্পিনার কমিয়ে একজন পেসার নিয়ে একাদশ সাজায় শ্রীলঙ্কা। ম্যাচ শেষে এ নিয়ে টাইগার অধিনায়ক মামুদুল্লাহ রিয়াদকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের থিঙ্ক ট্যাংক আসলে উইকেটের চরিত্র বুঝতে ভুল করেছে কি-না। একটু ঘুরিয়েই জবাব দেন মাহমুদুল্লাহ। বলেন, ‘এখানে আইপিএলের খেলা দেখেছি আমরা এবং মনে করেছিলাম একাদশে একজন অতিরিক্ত স্পিনার আমাদের সহায়তা দেবে। স্পিনাররা ভালো বল করেছে কিন্তু আমরা একাধিক সুযোগ হাতছাড়া করেছি।’ গতকাল সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে হেরে যায় বাংলাদেশ। ম্যাচে দুটি ক্যাচ মিস করেন লিটন কুমার দাস।
ম্যাচ শেষে মাহমুদুল্লাহর অধিনায়কত্বও ওঠে কাঠগড়ায়। শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাটিং শেষে ১৭১ রানের পুঁজি পায় বাংলাদেশ। আর ৯.৪তম ওভারে চতুর্থ উইকেট খুইয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। ওই ওভারে জোড়া আঘাত হানেন বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসান। কিন্তু লঙ্কানদের চাপমুক্ত করেন খোদ টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। নিয়মিত বোলারদের হাতে রেখে পার্টটাইমার আফিফ হোসেনের হাতে বল তুলে দেন মাহমুদুল্লাহ। ওই ওভারে ১৫ রান দিয়ে বসেন আফিফ। নিজের প্রথম ৬ বলে ৫ রান দিলেও পরে আবার বল করতে এসে ওভারে দেন ১৬ রান। এতে ম্যাচ ফস্কে যায়। প্রথম ওভারেই দলকে উইকেট এনে দেয়া নাসুম আহমেদের হাতে অধিনায়ক বল দেন ১৯তম ওভারে। এটি ছিল নাসুমের মাত্র তৃতীয় ওভার। আর দলের সেরা দুই বোলার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের পূণ কোটাই ব্যবহার করতে পারেননি টাইগার অধিনায়ক। দুজনেই বল করেন ৩ ওভার করে। হার শেষে মাহমুদুল্লাহ বলেন, ‘আমি ভেবেছিলাম ১৭১-ই যথেষ্ট হবে। লিটন ও নাঈম ভালো শুরু এনে দিয়েছিল। নাঈম ইনিংস ধরে খেলেছে। মুশফিক দারুণ ইনিংস খেলেছে। শ্রীলঙ্কার ইনিংসের শুরুর ১০ ওভারে আমরা ম্যাচে ছিলাম। কিন্তু এরপর খারাপ করেছি। পরের ম্যাচে ভুলগুলো শুধরাবো আমরা।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর