× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে বাংলা খেয়াল অনুষ্ঠান

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার

সংগীতজ্ঞ আজাদ রহমানের সৃষ্ট বাংলা ধ্রুপদী সংগীতের প্রচার ও প্রসারের লক্ষ্যে ‘সংস্কৃতি কেন্দ্র’ প্রতি মাসে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আগামী ২৯শে অক্টোবর রাত ৮টায় ‘সংস্কৃতি কেন্দ্র’র ফেসবুক পেজ থেকে ধ্রুপদ পরিবেশন করবেন বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতশিল্পী ড. ঋতুপর্ণা চক্রবর্তী। এ শিল্পী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে ভারতীয় শাস্ত্রীয় সংগীতে উচ্চতর শিক্ষা (পি এইচ ডি) অর্জন করেন। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাস্ত্রীয় সংগীত বিষয়ে শিক্ষকতা করছেন। সংগীতজ্ঞ আজাদ রহমান ২০২০ সালের ১৬ই মে মৃত্যুবরণ করেন। তার নিজের প্রতিষ্ঠান সংস্কৃতি কেন্দ্র বাংলা খেয়াল এর প্রচার ও প্রসারের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রতি মাসের শেষ শুক্রবার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ‘বাংলা খেয়াল ধ্রুপদী সঙ্গীতজ্ঞ আজাদ রহমান’ প্রচারিত হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন রোজানা আজাদ।
বাংলা ভাষায় খেয়াল বাঙালির জাতীয় সংস্কৃতির এক নবতর অধ্যায়। দেশে-বিদেশের বিশিষ্ট পণ্ডিত সংগীতজ্ঞ কর্তৃক প্রশংসিত স্বীকৃত বাংলা খেয়াল পৃথিবীর সর্বত্র বসবাসকারী বাঙালিদের গৌরব। বাংলায় উচ্চাঙ্গ সংগীতের বন্দিশ রচনা ও প্রচার-প্রসারে সংগীতজ্ঞ আজাদ রহমানের অবদান সর্বজন স্বীকৃত। এই প্রথিতযশা সংগীত সাধক গত ৫৫ বছর ধরে যে সাধনা করে গেছেন তাতে উচ্চা ঙ্গসংগীতের এক বিশাল ভাণ্ডার তৈরি হয়েছে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলা খেয়াল এর অনুষ্ঠান উপভোগ করতে ‘সংস্কৃতি কেন্দ্র’ এর ইউটিউব ও ফেসবুক পেজ  এ যুক্ত হতে হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর