× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেট রামকৃষ্ণ মিশনের মহারাজের সঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদিরের সাক্ষাৎ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার

সিলেট রামকৃষ্ণ মিশনের মহারাজের সঙ্গে সৌজন্য সাক্তাৎ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সাম্প্রতিক সময়ে একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডব ও সনাতন ধর্মাবলম্বীদের বাসাবাড়িতে দুস্কৃতিকারীদের হামলার ঘটনায় উদ্বেগ জানাতে গতকাল সকালে এই সাক্ষাৎ করেন তিনি। এ সময় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ইসলাম হচ্ছে শান্তি ও মানবতার ধর্ম। ইসলাম কখনো কোনো ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা কারও ঘরবাড়িতে হামলাকে সমর্থন করে না। যারা এসব হামলার সঙ্গে জড়িত তাদের একটাই পরিচয় তারা দুর্বৃত্ত। তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। সাম্প্রতিক সময়ে সংঘটিত এসব হামলার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারেনা।
বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নজিবুর রহমান নজিব ও সদস্য বাবু নিহার রঞ্জন দে প্রমুখ।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর