× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মৌলভীবাজারে বিএনসিসি’র স্বেচ্ছাসেবী কার্যক্রম ও র‌্যালি

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বেচ্ছাসেবা কার্যক্রম ও র‌্যালি করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। বিএনসিসি’র ময়নামতি রেজিমেন্টের আয়োজনে ১০ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এ কার্যক্রম চলে। গতকাল সকালে মৌলভীবাজারে র‌্যালি আয়োজন করে ১০ বিএনসিসি ব্যাটালিয়ন। র‌্যালিটি মৌলভীবাজার সরকারি কলেজ থেকে কোর্ট মার্কেট হয়ে পৌর মেয়র চত্বরে এসে শেষ হয়। নানা স্লোগান সংবলিত রঙ-বেরঙের প্ল্যাকার্ড হাতে র‌্যালিতে অংশ নেন বিএনসিসি ক্যাডেটরা। এ সময় উপস্থিত ছিলেন- ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট এডজুডেন্ট মেজর মো. জসীম উদ্দীন, জিপিইউও নিজাম উদ্দিন রফি, পিইউও নজমুল, টিইউও ইকবাল হোসেন। এছাড়াও ছিলেন ময়নামতি রেজিমেন্টের সেনাবাহিনীর সামরিক ও বেসামরিক সদস্য ও ১০ বিএনসিসি ব্যাটালিয়নের ক্যাডেটরা।
র‌্যালি শেষে মেয়র চত্বরে বিএনসিসি ক্যাডেটরা সর্বস্তরের মানুষের টিকাগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম চালায়।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর