× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

পীরগঞ্জ কাণ্ড / আরও ১৩ জন ৩ দিনের রিমান্ডে

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার

রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় নতুন আরও ১৩ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক ফজলে এলাহি খান তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট জিআরও সহিদুল ইসলাম। এদিকে, ৩৭ জনকে ৩ দিনের রিমান্ডে নেয়া হলে আসামিরা পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ এখন মুখ খুলছে না। অপরদিকে ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডল ও মসজিদের মুয়াজ্জিন রবিউল ইসলাম দায় স্বীকার করে দেয়া জবানবন্দিতে বেশকিছু নাম উঠে এসেছে বলে একটি সূত্রে জানা গেছে। ওদিকে, সংখ্যালঘুদের বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের দায়ে মামুন ও ওমর ফারুক নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল দুপুরে তাদের গাইবান্ধার সাদুল্ল্যাপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, আরও ১৩ জনকে রিমান্ডে নেয়া হয়েছে। আগে রিমান্ডে আনা আসামিদের বক্তব্য যাচাই করা হচ্ছে।
 এ পর্যন্ত ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ই অক্টোবর রাতে ফেসবুকে ধর্মীয় অবমাননা করে স্ট্যাটাস দেয়ার ঘটনায় দুর্বৃত্তরা বড় করিমপুর, কসবা ও উত্তরপাড়া গ্রামের সংখ্যালঘুদের ২৮টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে। এতে ৬৬ পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর