× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পররাষ্ট্রমন্ত্রীর সই জাল করে ডিও, সতর্কতা জারি

দেশ বিদেশ

কূটনৈতিক রিপোর্টার
২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার

 পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের প্যাডে স্বাক্ষর জাল করে ডিও লেটার এবং কাজকর্মের সুপারিশ পাঠানো হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ে। অনেক দিন ধরে এটি চললেও সম্প্রতি তা মন্ত্রীর নোটিশে এসেছে। পরপর ৩টি জালিয়াতির ঘটনা ধরা পড়ার পর ক্ষুব্ধ মন্ত্রী দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। এ নিয়ে চটজলদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটি গণ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যাতে বলা হয়েছে কোনো দপ্তরে পররাষ্ট্রমন্ত্রীর ডিও বা সুপারিশ গেলে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার আগে অবশ্যই যেন তা মন্ত্রণালয়ের সঙ্গে যাচাই করে নেয়া হয়। মন্ত্রণালয়ের দায়িত্বশীল প্রতিনিধিরা বলছেন, পররাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি আদায়ে একটি চক্র বহু দিন ধরে সক্রিয়। তারা মন্ত্রণালয় অবধি আসে এবং সেখানে উদ্যত আচরণসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটায়, যা মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের সিসি টিভিতে একাধিকবার ধরা পড়েছে। ওই চক্রটির নিয়ন্ত্রক মন্ত্রীর নির্বাচনী এলাকা সিলেট-১ আসনের জনগণের সঙ্গে লিয়াজোঁর দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তিগত সহকারী, যার নিয়োগ নিয়ে শুরু থেকেই প্রশ্ন রয়েছে।
তিনি সিলেটেই বসবাস করেন। তার সহযোগী একজন মধ্য বয়সী নারী। মন্ত্রীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে তাকে অনেকটা ‘অন্ধকারে’ রেখেই ওই দু’জন নানা ফন্দি ফিকিরে ব্যস্ত। অভিযোগ রয়েছে ওই দু’জন ভিন দলের। ফলে তারা নিজেদের স্বার্থের জন্য মন্ত্রী এবং স্থানীয় নেতাদের মধ্যে দূরত্ব তৈরির অপচেষ্টায় রয়েছেন। অনেক ক্ষেত্রে তারা সফলও হয়েছেন। ঢাকাসহ দেশ-বিদেশে এরইমধ্যে তারা তাদের অবৈধ বাণিজ্যের শক্ত নেটওয়ার্ক গড়ে তুলেছেন। সম্প্রতি চট্টগ্রাম স্টক একচেঞ্জের একটি বিষয়ে কোটি টাকার ডিল করেছেন, যা মন্ত্রীর আরেক ঘনিষ্ঠজন লিখিতভাবে মন্ত্রণালয়ের নজরে এনেছেন। ওই সহকারীর বিতর্কিত এবং ওপেন-সিক্রেট কর্মকাণ্ডে মন্ত্রীর পরিবারসহ অন্যরা রীতিমতো বিব্রত বলে জানা গেছে। মন্ত্রীর ডিও এবং সই জালিয়াতির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গতকাল একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করেছেন। তাতে বলা হয়- সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে প্রস্তুতকৃত দু’টি ভুয়া সুপারিশ ও একটি ডিও লেটার বিভিন্ন মন্ত্রণালয়ে পাওয়া গেছে। এ কারণে পররাষ্ট্রমন্ত্রীর যেকোনো সুপারিশ ও ডিও লেটারের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের পূর্বে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সঠিকতা যাচাই করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর