বাংলারজমিন
শ্রীনগর থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
২০২১-১০-২৮
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়েতুল ইসলাম ভূঞাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহম্মেদ এ খবর নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে হেদায়েতুল ইসলাম ভূঞা গতকাল শ্রীনগর থানা থেকে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইনে যুক্ত হয়েছেন। জানা গেছে, আগামী ১১ই নভেম্বর শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৯শে সেপ্টেম্বর তফসিল ঘোষণার পর থেকে এখনো পর্যন্ত শ্রীনগর থানায় কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো ঘটনা ঘটেনি। কোনো প্রার্থী হেদায়েতুল ইসলাম ভূঞার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। তবে কি কারণে নির্বাচন কমিশন তাকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন তা জানা যায়নি।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, ওসি হেদায়েতুল ইসলাম ভূঞাকে প্রত্যাহার করা হয়েছে বিধায় তিনি জেলা সদরে যুক্ত হয়েছেন।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে হেদায়েতুল ইসলাম ভূঞা গতকাল শ্রীনগর থানা থেকে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইনে যুক্ত হয়েছেন। জানা গেছে, আগামী ১১ই নভেম্বর শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৯শে সেপ্টেম্বর তফসিল ঘোষণার পর থেকে এখনো পর্যন্ত শ্রীনগর থানায় কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো ঘটনা ঘটেনি। কোনো প্রার্থী হেদায়েতুল ইসলাম ভূঞার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। তবে কি কারণে নির্বাচন কমিশন তাকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন তা জানা যায়নি।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, ওসি হেদায়েতুল ইসলাম ভূঞাকে প্রত্যাহার করা হয়েছে বিধায় তিনি জেলা সদরে যুক্ত হয়েছেন।