শিক্ষাঙ্গন

চবি ছাত্রদলের বিপ্লব ও সংহতি দিবস পালন

চবি প্রতিনিধি

২০২১-১১-০৭

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রোববার সকালে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বিপ্লবী উদ্যানে এ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন উর রশিদ মামুনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, যুগ্ম সম্পাদক মিসবাহ উদ্দিন নাসিম, সাইফুল ইসলাম সায়েম, মোহাম্মদ মিছবাহ উদ্দীন, মো. হিসাম উদ্দিন, নকিব উদ্দিন চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহী ও জনতার বিপ্লবের স্মরণে এই দিবসটি পালিত হয়। কর্নেল (অব.) আবু তাহেরের নেতৃত্বে সংঘটিত এই বিপ্লব জেনারেল খালেদ মোশাররফের ৩ দিনের সরকারের পতন ঘটায়। এই বিপ্লবের ফলশ্রুতিতে জেনারেল জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্তি পান।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status