কলকাতা কথকতা
কলকাতা কথকতা
দীপাবলি মিটতেই ফের করোনার কালো ছায়া, কলকাতাতেই একদিনে আক্রান্ত দু’শো
বিশেষ সংবাদদাতা, কলকাতা
২০২১-১১-০৮
দীপাবলির আলো মিটতে না মিটতেই করোনার কালো ছায়া আবার গ্রাস করেছে রাজ্যকে। পশ্চিমবঙ্গে রবিবার করোনা আক্রান্ত হয়েছেন ৭২৩ জন। এরমধ্যে কলকাতাতেই আক্রান্তের সংখ্যা দু’শো। মৃত্যু হয়েছে ১১ জনের। পজিটিভিটি রেট ২.৪০। দীপাবলিতে মাস্কবিহীন জনতা এবং শৈথিল্য এই বৃদ্ধির কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনার পাশাপাশি ডেঙ্গুরও বৃদ্ধি ঘটেছে। শহরে ইতিমধ্যেই ডেঙ্গুতে দু’জনের মৃত্যুর খবর আছে। একা রামে রক্ষা নেই সুগ্রীব তার দোসর, করোনা-ডেঙ্গুর জোড়া ঢেউ আটকাতে পুর প্রশাসন ঘন ঘন মিটিং করছে।