কলকাতা কথকতা
কলকাতা কথকতা
৪২ দিন পর বাংলায় করোনা পজিটিভ এর হার কমল
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
২০২১-১১-১৯
বিশেষজ্ঞরা এই পরিসংখ্যানে খুব যে উল্লসিত হচ্ছেন তা নয়, তবু উৎসবের মৌশুমে পশ্চিমবঙ্গে করোনা পজিটিভ এর হার পরপর দুই দিন দুই শতাংশের নিচে থাকল, এতে কিঞ্চিৎ উৎসাহ বোধ করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। ১৭ ও ১৮ নভেম্বর রাজ্যে পজিটিভ এর হার ছিল ১.৯ শতাংশ। গত পাঁচ অক্টোবর ১.৭ শতাংশ পজিটিভ হওয়ার পর ৪২ দিনে এই প্রথম করোনা কমার ইঙ্গিত মিলল।
ছয় অক্টোবর ২.১, ১৮ অক্টোবর ৩.০, ১৯ অক্টোবর ২.১ শতাংশ হারে করোনা বেড়েছিল। রাজ্য সরকারের দেয়া হিসেব অনুযায়ী এই ৪২ দিনে মোট ৩৫ হাজার ৫৬ জন করোনা সংক্রমিত হয়েছিলেন, যার মধ্যে ৪৯৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা অবশ্য করোনা সংক্রমণের হার দুই শতাংশের কমে চলে আসায় খুব উৎসাহিত নন। তাঁরা বলছেন, দীপাবলীতেও যে ভাবে ভিড় নেমে এসেছিলো রাস্তায় তাতে আরও করোনা ছড়াতে পারে।
দুটি ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত হচ্ছেন, এমন মানুষের সংখ্যা কম নয়। তাই, তাঁরা এখনও মাস্ক পরা ও সামাজিক দূরত্ববিধি জারি রাখার পক্ষে। তবে, একটা আশার কথা, ১৮ বছরের কমবয়স্ক যারা ভ্যাকসিন নেয়নি তাদের শরীরে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা ও এন্টিবডি জন্ম নিয়েছে।
ছয় অক্টোবর ২.১, ১৮ অক্টোবর ৩.০, ১৯ অক্টোবর ২.১ শতাংশ হারে করোনা বেড়েছিল। রাজ্য সরকারের দেয়া হিসেব অনুযায়ী এই ৪২ দিনে মোট ৩৫ হাজার ৫৬ জন করোনা সংক্রমিত হয়েছিলেন, যার মধ্যে ৪৯৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা অবশ্য করোনা সংক্রমণের হার দুই শতাংশের কমে চলে আসায় খুব উৎসাহিত নন। তাঁরা বলছেন, দীপাবলীতেও যে ভাবে ভিড় নেমে এসেছিলো রাস্তায় তাতে আরও করোনা ছড়াতে পারে।
দুটি ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত হচ্ছেন, এমন মানুষের সংখ্যা কম নয়। তাই, তাঁরা এখনও মাস্ক পরা ও সামাজিক দূরত্ববিধি জারি রাখার পক্ষে। তবে, একটা আশার কথা, ১৮ বছরের কমবয়স্ক যারা ভ্যাকসিন নেয়নি তাদের শরীরে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা ও এন্টিবডি জন্ম নিয়েছে।