× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

অপেক্ষায় সাঞ্জু জন

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

রূপালী পর্দার ম্যাচোম্যান সাঞ্জু জন। মিডিয়ায় তার সম্পৃক্ততা র‌্যাম্প মডেলিং দিয়ে। মিডিয়ায় জড়িত হওয়ার আগে থেকেই বডি বিল্ডিংয়ের তুখোড় খেলোয়াড় ছিলেন। সুঠাম দেহ ও নায়কোচিত চেহারার মাধ্যমে নির্মাতাদের দৃষ্টি কাড়েন। ঢাকার কর্পোরেট যতো বড় বড় ফ্যাশন শো হতো সাঞ্জু জন-এর র‌্যাম্পে হাঁটা দৃষ্টি আকর্ষণ করতো নির্মাতাদের। এই সূত্র ধরেই নাম লেখালেন রূপালী পর্দায়। বর্তমানে একাদিক ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সাঞ্জু বলেন, সম্প্রতি শেষ করলাম সৈকত নাসিরের ওয়েব সিরিজ ‘নেটওয়ার্ক’ এর।
এই ওয়েব সিরিজে আমার কো-আর্টিস্ট রিয়েলী, নওশাবা, সাজ্জাদ ও অপু। মিশন এক্সট্রিম-এর প্রমোশনাল গান টিকাটুলী দ্বিতীয় ভার্সন ‘অন্তর জ্বলে’তে কাজ করলাম। মেহেদী হাসিব-এর নির্দেশনা ‘ইনফিনেটি’ ওয়েব সিরিজের কাজ শুরু করবো। ইতিমধ্যে সৈকত নাসিরের ‘বর্ডার’- ছবির কাজ শেষ হয়েছে আশা রাখি নতুন বছরের জানুয়ারির দিকে রূপালী পর্দায় দর্শক দেখতে পারবেন। ছোট পর্দায় আপনার উপস্থিতি খুব একটা চোখে পড়ে না? কেন? সাঞ্জু বলেন, সত্যি বলতে আমার ধ্যান-জ্ঞান রূপালী পর্দাকে ঘিরে। ছোট পর্দায় বেশকিছু কাজ করেছি আমি। অবশ্য সেটা চোখে পড়ার মতো নয়। নিজেকে বড় পর্দায় প্রতিষ্ঠিত করতে চাই।
সাঞ্জু জন আরও বলেন, সিনেমায় একটা প্রবাদ রয়েছে ‘গুড লাক’। আমি এই গুড লাক-এর আশপাশ দিয়েই হেঁটে চলেছি। এই মিডিয়ায় কারো সাফল্য তাড়াতাড়ি আসে, কারো হয়তো দেরিতে। নিজেকে প্রমাণ করার মতো অনেক সিনেমা আমার তৈরি হয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে। আশা রাখি এই সিনেমায় আমার অভিনয় আমার ক্যারিয়ারকে পোক্ত করবে। আমার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে ‘বোর্ডিং’, ‘বন্ধন’, ‘হৃদ মাঝারে তুমি’, ‘সোলমেট’ ও ‘পোস্টার’।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর