বিনোদন
পরীক্ষণ থিয়েটার হলে ‘রাজা এবং অন্যান্য’
স্টাফ রিপোর্টার
২০২১-১১-২৬
রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আজ সন্ধ্যায় প্রদর্শিত হবে প্রাচ্যনাটের সাড়া জাগানো নাটক ‘রাজা এবং অন্যান্য’। এ নাটকটি নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। নাটকটির প্রথম মঞ্চায়ন হয় ২০০৮ সালে। প্রতিটি প্রদর্শনীতেই নিরীক্ষাধর্মী এই নাটকটি বেশ প্রশংসিত হয়েছে। নাটকটিতে নিয়মিত অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রাহুল আনন্দ, রিজভী, তৌহিদুল ইসলাম, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, তপন মজুমদার, সানজিদা প্রীতি, বাকার বকুল, সাইফুল ইসলাম জার্নাল, রিপন, কলি, রফিক, স্বর্ণা, শ্বেতা, জেম প্রমুখ।