বিনোদন
চমক তারার ‘প্রিয় আমার’
স্টাফ রিপোর্টার
২০২১-১১-২৬
বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী চমক তারা। ধারাবাহিকভাবে নিজের নিজস্ব ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করছেন তিনি। আর সেই গানে নিজেই পারফর্ম করছেন। এর আগের গানগুলোতেও বেশ খোলামেলারূপে হাজির হতে দেখা গেছে তাকে। পাশাপাশি ঘনিষ্ঠ দৃশ্যেও কাজ করেছেন তিনি। এবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। আজ শুক্রবার প্রকাশ হবে তার নতুন গান ‘প্রিয় আমার’। গানটির পরিচালনায় ছিলেন প্রিন্স খান। এতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী নাজনীন নাজু। গানটি প্রসঙ্গে চমক তারা জানান, কক্সবাজারের মনোরম লোকেশনে গানের শুটিং সম্পন্ন হয়েছে। গানটিতে বেশ রোমান্টিক মুডেই দর্শক আমায় দেখতে পাবেন।
এ গানে চমক তারার বিপরীতে দেখা যাবে নবাগত ফাহিমকে। নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে চমক তারা বলেন, নতুন বছরে নতুন গান নিয়ে হাজির হবো। ‘উষ্ণতা’ নামের একটি গান আসবে নতুন বছরে। যে গানটি নিয়ে ভীষণ আশাবাদী। নিজের চ্যানেলের জন্য ভালো ও মানসম্মত কাজ করে যেতে চাই।
এ গানে চমক তারার বিপরীতে দেখা যাবে নবাগত ফাহিমকে। নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে চমক তারা বলেন, নতুন বছরে নতুন গান নিয়ে হাজির হবো। ‘উষ্ণতা’ নামের একটি গান আসবে নতুন বছরে। যে গানটি নিয়ে ভীষণ আশাবাদী। নিজের চ্যানেলের জন্য ভালো ও মানসম্মত কাজ করে যেতে চাই।