বিনোদন

নতুন সিনেমায় মৌসুমী-ওমর সানী

স্টাফ রিপোর্টার

২০২১-১১-২৬

মৌসুমী ও ওমর সানী জুটি হয়ে উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় সিনেমা। আবার নতুন একটি সিনেমায় দেখা মিলবে তাদের। ‘জাগরণ’ নামের নতুন এ সিনেমায় অভিনয় করবেন তারা। এরই মধ্যে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ওমর সানী। সিনেমাটিতে একটি অতিথি চরিত্রে চূড়ান্ত হয়েছেন মৌসুমী। ছিটমহলকে কেন্দ্র করে নির্মীয়মাণ সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। ওমর সানী বলেন, বাংলাদেশ সরকারের বড় একটা বিজয় তিনবিঘা করিডোর। দীর্ঘদিনের এই ইস্যুটায় ভারতের সঙ্গে একটা সমাধানে পৌঁছেছে আমার দেশ। সেই সময়ের প্রেক্ষাপট নিয়েই গল্পটি তৈরি হচ্ছে। মনের মতো একটি গল্পে কাজ করতে যাচ্ছি। সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। আগামী বছরের শুরুর দিকে শুটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। সিনেমায় দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে দু’জন নতুন ছেলেমেয়েকে নেয়া হবে। পরিচালক জাহিদ হোসেন বলেন, আমরা দ্রুত প্রি-প্রোডাকশনের কাজ শেষ করছি। গাজী মাজহারুল আনোয়ার ভাই সিনেমার জন্য গান লিখছেন। ১৯৪৭ সালের দেশভাগের সময় ছিটমহলের সৃষ্টি। মুক্তিযুদ্ধের পরে আলোচনার মাধ্যমে ছিটমহল সমস্যার সুরাহার একটা চেষ্টা হয়েছিল। এক সময় ছিটমহলকে একশ্রেণির উগ্র মানুষ রাজনৈতিকভাবে ব্যবহার করা শুরু করে। সেখান থেকে তাদের স্বাধীন হওয়ার গল্প পর্দায় তুলে ধরা হবে বলে জানান পরিচালক জাহিদ হোসেন। তিনি আরও বলেন, সেই সময়ের প্রেক্ষাপটে ছিটমহল ঘিরে রাজনৈতিক, সামাজিক ও অপরাধমূলক বিভিন্ন ঘটনা পর্দায় তুলে ধরা হবে। মানবিক এ গল্পে অতিথি চরিত্রে অভিনয় করবেন মৌসুমী। আমার সব সিনেমায় তিনি অভিনয় করেন।  তিনি দেশের বাইরে আছেন। কিন্তু সিনেমাটি নিয়ে কথা হয়েছে। ‘জাগরণ’ সিনেমায় অতিথি চরিত্রে তিনি চূড়ান্ত হয়েছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status