দেশ বিদেশ

ড্রেনে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

স্টাফ রিপোর্টার

২০২১-১১-২৬

চট্টগ্রামের আগ্রাবাদ বাদামতলী এলাকায় অরক্ষিত ড্রেনে পড়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক), চিলড্রেন্স চ্যারিটি বাংলাদেশ (সিসিবি) ফাউন্ডেশন এবং ওই শিক্ষার্থীর মামা জাহিদ উদ্দিন বেলাল রিট আবেদনটি করেন। রিট আবেদনের পক্ষে আইনজীবী অনিক আর হক বলেন, আগামী রোববার এই আবেদনের ওপর আদালতে শুনানি হতে পারে।
আবেদনে উল্লেখ করা হয়, চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থী সেহেরিন মাহবুব সাদিয়ার (১৯) সিটি করপোরেশনের দায়িত্ব অবহেলার কারণে মৃত্যু হয়েছে। চলতি বছরের ২৭শে সেপ্টেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ বাদামতলী এলাকায় রাস্তার পাশের অরক্ষিত ড্রেনে পড়ে সাদিয়া নিখোঁজ হন। ২৮শে সেপ্টেম্বর ভোররাত ৩টা ১০ মিনিটে ?দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১০০ ফুট দূরে তার মরদেহ পাওয়া যায়। আবেদনে জনগণকে দুর্ঘটনা থেকে বাঁচাতে প্রতিটি নির্মাণাধীন এলাকায় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সিটি করপোরেশনের প্রতি আদালতের নির্দেশনা চাওয়া হয় ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status