× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

শিক্ষার্থীদের জন্য ‘যৌক্তিক’ বাস ভাড়া নির্ধারণের আহ্বান কাদেরের

প্রথম পাতা

স্টাফ রিপোর্টার
২৬ নভেম্বর ২০২১, শুক্রবার

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য ‘যৌক্তিক’ ভাড়া নির্ধারণের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বসে দ্রুত সিদ্ধান্ত নিতে মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কাউন্সিল অধিবেশনে অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, আমি মন্ত্রী হিসেবে বলবো যে, বিআরটিসি থেকে এ ব্যাপারে ছাত্রদের জন্য যৌক্তিক একটা কনসেশনের চিন্তাভাবনা করা হোক। বিআরটিসি একা করলেই তো সমস্যার সমাধান হবে না । আমি আশা করি মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এই ব্যাপারে বিআরটিএ’র সঙ্গে বসবেন। সুবিধা-অসুবিধাগুলো আলোচনা করবেন। এই সমস্যার যৌক্তিক একটা সমাধান সবাই প্রত্যাশা করে। আমি আপনাদের এই বিষয়ে চিন্তা-ভাবনা করার জন্য অনুরোধ করছি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কিছুদিন থেকে শিক্ষার্থীরা একটি আন্দোলনে নেমেছেন। আন্দোলন করছেন, আজও দু-এক জায়গায় অবরোধে আছেন, রাস্তায় অবস্থান নিয়েছেন। সেটা হচ্ছে- তারা হাফ ভাড়ার দাবিতে কর্মসূচি পালন করছেন। আমি এই বিষয়ে একটি কথা বলতে চাই, দুনিয়ার বিভিন্ন দেশে ছাত্ররা কনসেশন ভোগ করে থাকে। আমরাও পাকিস্তান আমলে যখন ছাত্র ছিলাম, এই কনসেশন পেয়েছি- এটা হলো সত্য কথা।  এদিকে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে দায়ীদের কঠোর শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আপনারা জানেন গতকাল (বুধবার) গুলিস্তানে এক মর্মান্তিক দুর্ঘটনায় নটর ডেমের মেধাবী ছাত্র নাঈম হাসান মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এই মৃত্যু অত্যন্ত বেদনার। আমি তরুণের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করছি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। নাঈমের মৃত্যুর ঘটনায় সিটি করপোরেশন তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে জানিয়ে মন্ত্রী বলেন, আমি দৃঢ়ভাবে বলতে পারি এই ঘটনায় যে বা যারাই দায়ী তাদের কঠোর শাস্তি পেতে হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।
অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তার দায় কেন সরকারের হবে- বিএনপি নেতাদের কাছে এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলছে- কিছু হলে দায় সরকারের। আমি নিজেও কিন্তু মৃত্যুর কাছাকাছি ছিলাম। একদম মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি। আমরা যারা ধর্ম বিশ্বাস করি, হায়াত-মউত আল্লাহ’র কাছে। চিকিৎসা করাতে হবে, এটা অবশ্যই আছে। আইনমন্ত্রী বলেছেন, আরও যদি ভালো চিকিৎসার প্রয়োজন হয় বলে মনে করেন বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসবেন, তা সরকার দেবে।
সড়ক পরিবহন মালিক সমিতির অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মশিউর রহমান রাঙ্গা, মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক ওসমান গনিসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাস ও ট্রাক মালিকরা উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর