বাংলারজমিন
ভোলায় নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের ওপর হামলা, যুবলীগ কর্মী নিহত
ভোলা প্রতিনিধি
২০২১-১১-২৭
ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউপি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকাল পৌনে ৫টার দিকে মদনপুর থেকে ভোলা সদরের দিকে ট্রলারে করে যাওয়ার সময় মেঘনা নদীর চেয়ারম্যান বাজার-নাছিরমাঝি নৌপথের হেতনার হাটে মদনপুরের চেয়ারম্যান-মেম্বারদের বহন করা ট্রলারে গুলি চালানো হয়। গুলিতে ধনিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা তছির আহমেদের ছেলে মো. টিটু (৩২) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠালে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ওই ট্রলারে ইউপি চেয়ারম্যান এ কে এম নাছির উদ্দিন ছাড়াও মো. হেলাল, আবদুল খালেক, মো. ইউসুফসহ মদনপুর ইউনিয়নের ৮ জন মেম্বার ছিলেন। ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, আজ নির্বাচন পরবর্তী মিলাদ শেষে ভোলা সদরে ফেরার পথে এ ঘটনা ঘটে। আমরা তদন্ত সাপেক্ষে দ্রুত আসামিদের গ্রেপ্তার করবো।