অনলাইন
সরকারি সফরে মালদ্বীপে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন
মালদ্বীপ প্রতিনিধি
২০২১-১১-২৭
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলসহ মালদ্বীপে সরকারি সফরে শুক্রবার পৌঁছেছেন।
দ্বিপক্ষীয় এ সফরকালে তিনি মালদ্বীপ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন। উক্ত বৈঠকের মাধ্যমে প্রথম বারের মত বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সম্পর্কের উন্নয়ন সহ প্রবাসী বাংলাদেশীদের জন্য কল্যাণকর বিভিন্ন বিষয় স্থান পাবে।
বাংলাদেশ পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়েরর এই প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
দ্বিপক্ষীয় এ সফরকালে তিনি মালদ্বীপ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন। উক্ত বৈঠকের মাধ্যমে প্রথম বারের মত বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সম্পর্কের উন্নয়ন সহ প্রবাসী বাংলাদেশীদের জন্য কল্যাণকর বিভিন্ন বিষয় স্থান পাবে।
বাংলাদেশ পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়েরর এই প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।