খেলা

মোহামেডানকে হারিয়ে শিরোপা মেরিনার্সের

স্পোর্টস রিপোর্টার

২০২১-১১-২৮

শিরোপা জিততে মেরিনার্সের দরকার ছিল ১ পয়েন্টের। এমন সমীকরণ সামনে রেখে আবাহনীর বিপক্ষে খেলতে নেমেছিল মেরিনার্স ইয়াংস। শেষ মিনিট পর্যন্ত দলটি ৩-২ গোলে এগিয়ে থেকে শিরোপার স্বপ্নও দেখছিল। কিন্তু হারতে বসা ম্যাচে শেষ মিনিটে দুই গোল করে নাটকীয়ভাবে ৪-৩ গোলে ম্যাচ জিতে নেয় আবাহনী। তবে গতকাল মোহামেডানকে ৩-২ গোলে হারিয়ে প্রিমিয়ার ডিভিশন হকি লীগের শিরোপা উৎসবে মাতে আরামবাগের ক্লাবটি। ১৫ ম্যাচে ১৪ জয়ে ৪২ পয়েন্ট সংগ্রহ মেরিনার্সের। এ নিয়ে প্রিমিয়ার ডিভিশন হকি লীগে দ্বিতীয় শিরোপার স্বাদ পেল তারা। এ শিরোপার স্বাদ মেরিনার্স প্রথম পেয়েছিল ২০১৬ সালে। এদিন ম্যাচে প্রথম পিসি (পেনাল্টি কর্নার) নষ্ট করার পর দশম মিনিটে দ্বিতীয় পিসি থেকে গোল তুলে নেয় মোহামেডান। অধিনায়ক রাসেল মাহমুদ জিমির পুশ কামরুজ্জামান পিন্টু স্টপ করার পর আর্জেন্টাইন গনসালো পেইয়াতের হিটে বল জালে জড়ায়। প্রথম কোয়ার্টারে শেষ
মিনিটে পিসি থেকে সমতায় ফেরে মেরিনার্স। মিলন হোসেনের পুশ প্রদীপ মোর স্টপ করার পর সোহানুর রহমান সোহান লক্ষ্যভেদ করেন। দ্বিতীয় কোয়ার্টারে মেরিনার্সের তাসিন আলি গোলরক্ষককে কাটানোর পর বাইরে মেরে সুযোগ নষ্ট করার পর ২৫তম মিনিটের পিসি থেকে এগিয়ে যায় তারা। মিলনের পুশ মোর স্টপ করার পর সোহানের হিটে পরাস্ত আল আমিন। এই অর্ধের শেষ দিকে দুটি পিসির কোনোটিই কাজে লাগাতে পারেনি হোয়াকিম মেনিনি-অজিত কুমার ঘোষ-পেইয়াতের কম্বিনেশন। তৃতীয় কোয়ার্টারের শুরুতে মোহামেডানের মেনিনির হিট পোস্টে প্রতিহত হয়। ৪৩তম মিনিটে প্রিন্স লালের হিট ঠেকিয়ে মেরিনার্সকে জয়ের পথে রাখেন বিপ্লব কুজুর। ৫১তম মিনিটে বক্সে ঢুকেই জোরালো হিট নেন প্রদীপ মোর। বল আটকানোর সুযোগই পাননি মোহামেডান গোলরক্ষক। ছয় মিনিট পর মোহামেডানের সারোয়ার হোসেনের গোলে জমে ওঠে ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত সব শঙ্কা দূর করে জিতেই শেষটা রাঙাল তারা।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status