× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

শৈলকুপায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষ পুলিশের রাবার বুলেট নিক্ষেপ

বাংলারজমিন

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, সোমবার

ঝিনাইদহের শৈলকুপায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩ পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মুমূর্ষু অবস্থায় শৈলকুপা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের বিপ্রবকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন শৈলকুপা থানার এস আই সিহাবুল ইসলাম, কনস্টেবল খাদেমুল ইসলাম ও ইকবাল হোসেন। আহতরা হলেন- মর্জিনা খাতুন, মেহেদী, আয়ুব, রহিম, নবিরুল, কুদ্দুস, লিটন, হাফিজ, নবাব, রাসেল, রফিক, আজিজসহ ২০ জন। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বিপ্রবকদিয়া গ্রামে আগে থেকেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান জিকু ও বিপ্রবকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সাচ্চু গ্রুপের লোকজন দুভাগে বিভক্ত ছিল। গতকাল সকালে দুইদলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর এক পর্যায়ে বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে  গ্রামবাসী দুদলে বিভক্ত হয়ে লাঠিসোটা, রাম দা, হাসুয়া, লোহার রডসহ দেশীয়ও অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়।  এ প্রসঙ্গে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থলে আছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে এ ঘটনায় কাউকে এখনো আটক বা গ্রেপ্তার করা হয়নি। উল্লেখ্য, গতকাল শৈলকুপা উপজেলার ১২টি ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণার পরে বিভিন্ন ইউনিয়নের একাধিক প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আরও সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর