দেশ বিদেশ

জনগণের ভূমি রক্ষায় নতুন আইন হচ্ছে- ভূমিমন্ত্রী

সংসদ রিপোর্টার

২০২১-১১-২৯

জনগণের ভূমি রক্ষা ও ভূমি সংক্রান্ত অপরাধ দমনে নতুন দুইটি আইন হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। গতকাল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর-পর্বে এই তথ্য জানান তিনি। সংসদ সদস্য হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ব্যক্তিগত জমি দখলমুক্ত রাখা প্রত্যেক নাগরিকের নিজ নিজ দায়িত্ব। তবে সময়োপযোগিতা ও জনগণের চাহিদা বিবেচনায় ভূমি মন্ত্রণালয় ‘ভূমি ব্যবহার আইন’ এবং ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও দমন আইন’ প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। ওই আইনে জনগণের ভূমি রক্ষার বিষয়গুলো সমন্বয় করার চেষ্টা করা হবে। সরকারি দলের সদস্য একেএম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দিন সংসদকে জানান, সামাজিক বনায়নের আওতায় সারা দেশে এক লাখ ৫১১ দশমিক ৭৮ হেক্টর উডলট ও ব্লক বাগান এবং ৭৪ হাজার ৭৬৫ দশমিক ৩৭ কি.মি. স্ট্রিপ বাগান সৃষ্টি করা হয়েছে। ওই বনায়ন থেকে গত ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত দুই লাখ ৫ হাজার ৬৩ জন উপকারভোগীকে ৩৯৯ কোটি ৭৮ লাখ ৪৪ হাজার ৬৯৫ কোটি টাকা লভ্যাংশ প্রদান করা হয়েছে। ওই কর্মসূচিতে সাত লাখ ১১ হাজার ৫৫৮ জন উপকারভোগী সম্পৃক্ত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status