শেষের পাতা

কাগজে-কলমে ক্ষমতায় থাকতে চান না মোদি

মানবজমিন ডেস্ক

২০২১-১১-২৯

কেবল কাগজে-কলমে ক্ষমতায় থাকতে চান না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বরং দেশ এবং দেশবাসীর সেবা করে যেতে চান। সেটাই তার লক্ষ্য। এমনটাই দাবি করেছেন তিনি।
রোববার নিজের মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ ‘আয়ুষ্মান ভারত প্রকল্প’ এর মাধ্যমে সুবিধা পাওয়া এক ব্যক্তির সঙ্গে কথা বলেন মোদি। রাজেশ কুমার প্রজাপতি নামের ৪৯ বছরের ওই ব্যক্তি জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। আয়ুষ্মান কার্ডের আওতায় তার চিকিৎসা হয়েছে। সেই কার্ড না থাকলে প্রচুর খরচ পড়তো।
কিন্তু তার এক টাকাও খরচ হয়নি। মোদিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনি যে আয়ুষ্মান কার্ড বানিয়েছেন, তার জন্য যে কীভাবে ধন্যবাদ জানাবো আপনাকে! আয়ুষ্মান কার্ডের ফলে প্রচুর গরিব মানুষ উপকৃত হচ্ছে। আপনি দীর্ঘায়ু হোন। দীর্ঘদিন ক্ষমতায় থাকুন।’
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর দিয়ে বলা হয়
ওই ব্যক্তির শুভেচ্ছার জবাবে মোদি বলেন, ‘রাজেশজি (রাজেশ কুমার প্রজাপতি), আপনি আমায় ক্ষমতায় থাকার জন্য শুভ কামনা জানাবেন না। আমি আজও ক্ষমতায় নেই। ভবিষ্যতেও ক্ষমতা দখল করতে চাই না। আমি শুধু সেবা করে যেতে চাই। আমার কাছে এই পদ, এই প্রধানমন্ত্রী- এইসব ক্ষমতার জন্য নয়। এটা সেবার জন্য।’
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status