বিনোদন

রহমত আলী-জলি দম্পতির শারীরিক অবস্থার উন্নতি

স্টাফ রিপোর্টার

২০২১-১১-৩০

করোনাভাইরাসে আক্রান্ত নাট্য দম্পতি রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কেবিনে তাদেরকে স্থানান্তর করা হয়েছে। এই দম্পতির সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন। তিনি এ তথ্যটি মানবজমিনকে নিশ্চিত করেছেন। আশিকুর রহমান লিয়ন বলেন, আলহামদুলিল্লাহ- সবার দোয়া আর ভালোবাসায় রহমত আলী স্যার ও ওয়াহিদা মল্লিক জলি ম্যাডাম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ওনাদের শারীরিক অবস্থা আগের থেকে ভালো এবং উন্নতির দিকে। জলি ম্যাডামের অবস্থা একটু খারাপ থাকলেও এখন শঙ্কামুক্ত। সাধারণ অক্সিজেন নিচ্ছেন স্বল্পমাত্রায়। আশিকুর রহমান লিয়ন আরও বলেন, ওনারা ভ্যাকসিন নিয়েছিলেন। তাই ভালোভাবে স্ট্রাগলটা করতে পারছেন। তবে ওয়াহিদা মল্লিক জলি ম্যাডাম যেহেতু অ্যাজমার রোগী এবং ফুসফুসে ইনফেকশন হয়েছিল। আর রহমত আলী স্যারের কিডনির সমস্যা। তাই ওনাদের পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। এর আগে গত ১৭ই নভেম্বর ওয়াহিদা মল্লিক জলি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিনি চিকিৎসকের পরামর্শে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে ২২শে নভেম্বর তাকে হাসপাতালে নেয়া হয়। একইদিন রহমত আলীরও করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তাকেও ভর্তি করা হয়।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status