× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন /চ্যালেঞ্জ নিতে পছন্দ করি -ঐশী

বিনোদন

ফয়সাল রাব্বিকীন
৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার

একদিকে গান অন্যদিকে ডাক্তারি পড়াশোনা। গত কয়েক বছর এভাবেই গেছে ঐশীর সময়। কঠিন পথ পাড়ি দিয়ে ক’দিন আগেই তিনি এমবিবিএস পাস করেছেন। গত মাস থেকেই তিনি ইন্টার্নশিপ শুরু করেছেন। তবে করোনার কারণে এর মধ্যে প্রায় দুই বছর স্টেজ শো আয়োজন হয়েছে একেবারে হাতে গোনা। শিল্পী-মিউজিশিয়ানরাও স্টেজের সময়টাকে মিস করেছেন খুব। তবে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সারা দেশেই স্টেজ শো শুরু হয়েছে। যদিও ওপেন এয়ার কনসার্ট হচ্ছে কম।


এর মধ্যেই ছন্দে ফিরেছেন ঐশী। ইন্টার্ন করার পাশাপাশি স্টেজ শো নিয়ে চলছে তার নিয়মিত টানা ব্যস্ততা। দীর্ঘদিন পর স্টেজ শো ফের শুরু হয়েছে। কেমন লাগছে? ঐশী বলেন, খুব ভালো লাগছে। সর্বশেষ নিজের টিম নিয়ে শো করলাম শিবচরের বরহামগঞ্জ কলেজে। এর আগে কক্সবাজারের রয়েল টিউলিপ, নরসিংদির ড্রিম হলিডে পার্ক, মিরপুর ক্যান্টনমেন্টে শো করেছি। এটাই আসলে আমার জন্য স্বাভাবিক।

কারণ করোনার আগে বছরজুড়েই ব্যস্ত থাকতে হতো শো নিয়ে। কিন্তু করোনার কারণে খুব বাজে একটা সময় পার করেছি আমরা সবাই। এখন আবার শিল্পীরা ছন্দে ফেরা শুরু করেছেন। আমি আশাবাদী এবারের শীতের মৌসুমটা স্টেজের জন্য খুব ভালো যাবে। একদিকে গানের ব্যস্ততা, অন্যদিকে ডাক্তারির ইন্টার্ন। সামলানোটা তো কঠিন? এ গায়িকা বলেন, শুরু থেকেই কিন্তু কঠিন পথ পারি দিয়েছি৷ গান ও ডাক্তারী পড়াশোনা।

এখনও চ্যালেঞ্জিং সময় যাচ্ছে। চ্যালেঞ্জ নিতে আসলে পছন্দ করি। এদিকে ঐশী বর্তমানে নতুন গান নিয়েও ব্যস্ত। সম্প্রতি নিজের ‘ঐশী এক্সপ্রেস’ ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে তার ‘পাঙ্খা টু’ শিরোনামের একটি গান। অনুরূপ আইচের কথায় গানটির সুর ও সংগীত করেছেন জাহিদ বাশার পঙ্কজ। এর বাইরে বাংলা চ্যানেলের জন্যও গান রেকর্ডিং করেছেন তিনি। নতুন গান কবে নাগাদ প্রকাশ হবে? এ শিল্পী বলেন, নতুন কয়েকটি গানে কণ্ঠ দিয়েছি। গানগুলো মনের মতো হয়েছে। সামনেই বিভিন্ন কোম্পানি থেকে প্রকাশ হওয়ার কথা গানগুলো।

আশা করছি ভালো লাগবে সবার। সিনেমার গানের কি খবর? ঐশী বলেন, কয়েকটি সিনেমার নতুন গানেও কণ্ঠ দেয়ার কথা চলছে। ব্যাটে বলে মিললে করে ফেলবো। এদিকে ১লা ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিজয় দিবসের ১৬ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের প্রথম দিন এবং শেষদিন সংগীত পরিবেশন করবেন ঐশী। এখন মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? উত্তরে ঐশী বলেন, করোনার কারণে মধ্যে খারাপ সময়ে গেছে। তবে এখন আবার সব শুরু হয়েছে। শিল্পীরাও ব্যস্ত স্টেজ, নতুন গান নিয়ে। আশা করছি আবার সব স্বাভাবিক হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর