× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

মানবজমিনে সংবাদ প্রকাশের পর দুই শিক্ষককে শোকজ

বাংলারজমিন

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
১ ডিসেম্বর ২০২১, বুধবার

দৈনিক মানবজমিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর দশমিনার ১৩৯ নং চরবোরহান ২নং সিট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে শোকজ করেছেন দশমিনা উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। ২৭শে নভেম্বর ‘দশমিনায় প্রক্সি শিক্ষক দিয়ে চলে সরকারি প্রাথমিক বিদ্যালয়’ শিরোনামে দৈনিক মানবজমিনে সংবাদ প্রকাশিত হলে গতকাল ওই স্কুলের সহকারী শিক্ষক সালমা বেগম ও ঝুমুর বেগমের কাছে কারণ দর্শানো চিঠিতে বলা হয়েছে আপনাদের এহেন কর্মকাণ্ড নিয়মিত উপস্থিতি অধ্যাদেশ ১৯৮২ এর পরিপন্থি। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আল মামুন স্বাক্ষরিত চিঠিতে দৈনিক মানবজমিনে প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, আগামী তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর